মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

যুদ্ধবিধ্বস্ত প্যালেস্তাইনে ৩২ টন ত্রাণ সামগ্রী পাঠাল ভারত

Date:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত প্যালেস্তাইনের পাশে দাঁড়াল ভারত। প্যালেস্তাইনে মোট ৩২ টন ত্রাণ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। এই নিয়ে ভারতের তরফে দ্বিতীয় দফায় সাহায্য পাঠানো হল সেখানে।

এক্স হ্যান্ডেলে বিদেশমন্ত্রী লিখেছেন, ‘৩২ টন ত্রাণ নিয়ে ভারতীয় বায়ুসেনার সি১৭ বিমান মিশরের এল-এরিশ বিমানবন্দরের উদ্দেশে উড়ে গিয়েছে।’ এর আগে ২২ অক্টোবর প্রথমবার ইজরায়েলে ত্রাণ পাঠিয়েছিল ভারত।

গত ৭ অক্টোবর থেকে চলা ইজরায়েল ও হামাসের দ্বন্দ্বের জেরে ইতিমধ্যে প্যালেস্তাইনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩০০। এর মধ্যে শিশুদের সংখ্যাই ৫ হাজার। দেড় মাস ধরে চলতে থাকা যুদ্ধ কবে থামবে তার কোনও ইঙ্গিত মেলেনি। এক মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গাজায় পাঁচদিনের সংঘর্ষবিরতিকে নাকি রাজি হয়েছে ইজরায়েল। কিন্তু সেই সমস্ত সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, কোনও রফাসূত্র মেলেনি। সকল পণবন্দিকে ফিরিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ তাঁরা। যুদ্ধবিরতি প্রসঙ্গে একটি শব্দও খরচ করেননি তিনি।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Tesla | ভারতে কর্মী নিচ্ছে টেসলা, মোদি-মাস্কের বৈঠকের পরই এদেশের বাজারে বিনিয়োগের ইঙ্গিত?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতে কর্মী নিয়োগ শুরু করল...

ICC Champions Trophy | দুবাই যেতে পারবেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরা! শর্তসাপেক্ষে সুর নরম বোর্ডের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি(ICC Champions Trophy)...

No to dowry | থালায় সাজানো পণের টাকা ফিরিয়ে দিল বর, পণপ্রথার বিরুদ্ধে তুললেন প্রশ্নও   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৫ সালে এসেও পণের জন্য...

NH 10 | গড়করির কথায় আশার আলো, দু’লেনের হবে সিকিমের লাইফলাইন

সানি সরকার, শিলিগুড়ি: ডানপাশে সবুজ তিস্তা এবং বাঁ পাশে...