Wednesday, May 15, 2024
HomeTop Newsপ্রধানমন্ত্রীর 'মুখ' ঠিক করবে 'ইন্ডিয়া'ই, মুম্বইতে দাবি মমতার

প্রধানমন্ত্রীর ‘মুখ’ ঠিক করবে ‘ইন্ডিয়া’ই, মুম্বইতে দাবি মমতার

নয়াদিল্লিঃ বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদ প্রার্থী কে হবেন? কে আহ্বায়ক হবেন ইন্ডিয়া জোটের? এই সব প্রশ্ন নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে জলঘোলা শুরু হয়েছে গত কয়েকদিনে, এটা বিলক্ষণ জানতেন তিনি৷ এই কারণেই আরব সাগরের তীরে বৃহষ্পতিবার থেকে শুরু হতে চলা ইন্ডিয়া জোটের তৃতীয় সামিটে অংশ গ্রহণ করার জন্য মুম্বইয়ের মাটি ছুঁয়েই বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন বিরোধী জোটের প্রধানমন্ত্রী কে হবেন, তা ঠিক করে দেবে ‘ইন্ডিয়া’৷ তৃণমূল সুপ্রিমোর কথায়, ‘উই অল আর সেম৷ আমরা ইন্ডিয়া পরিবারের সদস্য৷ আমরা আমাদের দেশকে বাঁচাতে চাই৷ প্রধানমন্ত্রী কে হবেন সেটা আমাদের কাছে গৌণ৷ আমাদের প্রাথমিক লক্ষ্য ইন্ডিয়াকে বাঁচানো৷ দেশকে বাঁচানো৷ পি এম কা চেহারা ইন্ডিয়া হোগা৷’

উল্লেখ্য, এমন একটা সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার প্রধানমন্ত্রী পদ প্রার্থী নিয়ে তৈরি হওয়া যাবতীয় জল্পনার অবসানের চেষ্টা করেছেন, যখন ইন্ডিয়া জোটের তিনটি দল কংগ্রেস, আম আদমি পার্টি এবং জেডি(ইউ)-র বিভিন্ন স্তরের পদাধিকারীরা তাদের দলের নেতাকে প্রধানমন্ত্রী, আহ্বায়ক পদের দাবিদার বলে পরোক্ষে দাবি তুলেছে৷ এই ধরণের দাবি ইন্ডিয়া জোটের পক্ষে ক্ষতিকর বুঝতে পেরেই সেই প্রসঙ্গে ঢুকে বিতর্ক বাড়াতে চাননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই মর্মেই তাঁর দাবি, ‘আমি কিছুই জানি না, মিটিংয়ে যাওয়ার পরে জানতে পারবো৷’ বিতর্কের মধ্যে ঢুকতে চাননি এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারও৷ তাঁর দাবি, ‘২০২৪-এ কেন্দ্রে সরকার পরিবর্তনের লক্ষ্যেই আমরা সবাই মুম্বইয়ে মিলিত হচ্ছি৷’

রাজনৈতিক মহল মনে করছে, প্রধানমন্ত্রী পদ প্রার্থীর নাম বেছে নেওয়ার ইস্যুতে বিতর্ক বাড়ার সম্ভাবনা বুঝতে পেরেই তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী এদিন আরও একবার স্পষ্ট করে দিলেন ইন্ডিয়া জোটের লক্ষণরেখা, যেখানে জোট শরিক প্রত্যেককেই পরোক্ষে বোঝানো হল প্রধানমন্ত্রী পদ প্রার্থী নিয়ে গোলযোগ করলে আখেরে গোটা জোটের অস্তিত্বই ক্ষতিগ্রস্ত হতে পারে৷ দলনেত্রীর অবস্থানের সুরেই সুর মিলিয়েছেন মুম্বইয়ে উপস্থিত ইন্ডিয়া জোটের প্রতিনিধি, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন৷ তাঁর দাবি, ‘ইন্ডিয়া জোটের যে কেউ মোদীর থেকে ভালো৷’ এর পরেই ডেরেকের সংযোজন, ‘ আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন, ২০২৪-এ বিরোধীদের নেতা কে হবেন? দেশের জনতাই স্থির করবে তারা মোদীকে বেছে নেবেন না কি বিরোধীদের কাউকে৷’

এসবের মাঝেই বুধবার বিএসপি সুপ্রিমো মায়াবতী স্পষ্ট করেছেন তিনি ‘ইন্ডিয়া’ জোটে যোগ দিচ্ছেন না৷ বিগত কয়েকদিন ধরেই জোটের প্রতিনিধিদের সঙ্গে মায়াবতীর কয়েক দফা আলোচনা হচ্ছিল সরকার বিরোধী জোটে অংশগ্রহণ করা নিয়ে৷ সূত্রের দাবি, সেই আলোচনা ফলপ্রসু হয়নি৷ উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা আসনের সিংহভাগে বিএসপির প্রার্থী দাঁড়াবে মায়াবতীর ঘনিষ্ঠ মহলের তরফে এই শর্ত আরোপের পরে ভেস্তে যায় যাবতীয় আলোচনা৷ এর পরেই বুধবার টুইটে ইন্ডিয়া জোটকে আক্রমণ করে ২৪-র ভোটে ‘একলা চলো’ নীতি গ্রহণ করার কথা জানান মায়াবতী৷

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

IPL-2024 | গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতল দিল্লি, লখনউকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে জয় দিয়ে আইপিএলের গ্রুপ লিগের যাত্রা শেষ করল দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার কোটলায় টস হেরে শুরুতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাট...

Narendra Modi | নরেন্দ্র মোদি লাখপতি নন, নেই বাড়ি-গাড়ি, প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমান কত?  

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার বারাণসীর বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন নরেন্দ্র মোদি। আর মনোনয়ন জমা দেওয়ার পর প্রকাশ্যে এল তাঁর সম্পত্তির খতিয়ান।...

Kylian Mbappe | রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে বড় স্বীকৃতি! এবারও ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের খেতাব...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পিএসজি ছেড়ে এবার কিলিয়ান এমবাপে পাড়ি দিচ্ছেন রিয়াল মাদ্রিদে। গত সাত বছর ধরে পুরোনো দলকে অনেক কিছুই দিয়েছেন। কিন্তু নিজের...

Bangladeshi tourist dead | গাড়ি রোহিনীতে উঠতেই শ্বাসকষ্ট শুরু বাংলাদেশি পর্যটকের, কিছুক্ষণেই সব শেষ

0
দার্জিলিং: দার্জিলিংয়ের (Darjeeling) পথে মৃত্যু হল এক বাংলাদেশি পর্যটকের (Bangladeshi tourist dead)। মৃতের নাম শেখ আজিজুল (৬৫)। বাড়ি বাংলাদেশের (Bangladesh) ঢাকায়। মঙ্গলবার গাড়িতে করে...

Gajole | জল জীবন মিশন প্রকল্পের পাইপ চুরির চেষ্টা, হাতেনাতে ৭ দুষ্কৃতীকে পাকড়াও করল...

0
গাজোলঃ জল জীবন মিশন প্রকল্পের পাইপ চুরি করতে এসে হাতেনাতে পাকড়াও হল সাত দুষ্কৃতী। দুষ্কৃতী দলের পাশাপাশি পুলিশ আটক করেছে পাইপ বোঝাই একটি ট্রাক...

Most Popular