Wednesday, May 8, 2024
HomeBreaking NewsIPL-2024 | মরুশহরে সঞ্জুর বিধ্বংসী ব্যাটিং, লখনউ সুপার জায়ান্টসকে ২০ রানে হারালো...

IPL-2024 | মরুশহরে সঞ্জুর বিধ্বংসী ব্যাটিং, লখনউ সুপার জায়ান্টসকে ২০ রানে হারালো রাজস্থান রয়্যালস   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কেএল রাহুল বনাম সঞ্জু স্যামসনের লড়াইয়ে এদিন শেষ হাসি হাসলেন রাজস্থান রয়্যালসের অধিনায়কই। ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসকে ২০ রানে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস। রবিবার জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু। সঞ্জু স্যামসনের অর্ধশতরানে ভর করে ৪ উইকেটে ১৯৩ রান তোলে রাজস্থান। জবাবে কেএল রাহুল এবং নিকোলাস পুরান অর্ধশতরান করলেও লখনউয়ের ইনিংস থেমে যায় ১৭৩/৬ স্কোরে।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজস্থান। দলের ১৩ রানের মাথায় তারা প্রথম উইকেট হারায়। ৯ বলে ১১ করে ফেরেন জস বাটলার। এদিন যশস্বী জয়সওয়ালের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ১২ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে দুরন্ত হাফসেঞ্চুরি করে রাজস্থানের পায়ের তলার জমি শক্তি করেন দলের অধিনায়ক সঞ্জু স্যামসন। ২৯ বলে ৪৩ করে অবশ্য আউট হয়ে যান রিয়ান পরাগ। সঞ্জু ৫২ বলে ৮২ রানের দুরন্ত একটি ইনিংস খেলে অপরাজিত থাকেন। এছাড়া ১২ বলে অপরাজিত ২০ রান করেছেন ধ্রুব জুরেল। সব মিলিয়ে রাজস্থান করে ৪ উইকেটে ১৯৩ রান।

১৯৪ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি লখনউয়ের। ১১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লখনউ। প্রথম ওভারেই সাজঘরে ফেরেন কুইন্টন ডি’কক (৪)। এরপর আউট হন দেবদত্ত পাড়িক্কল (০) এবং আয়ুষ বাদোনিও (১)। ৩ উইকেট পড়তেই দলের হাল ধরেন অধিনায়ক কেএল রাহুল এবং দীপক হুডা। রাহুল ধরে খেললেও হুডা চালিয়ে খেলতে থাকেন। দু’টি চার এবং দু’টি ছয় মেরে ১৩ বলে ২৬ করে ফেরেন হুডা।

এর পর সহ-অধিনায়ক নিকোলাস পুরানের সঙ্গে হাল ধরেন রাহুল। ৪৪ বলে ৫৮ রান করে ফিরে যান রাহুল। তার আগে পঞ্চম উইকেটে দু’জনে ৮৫ রান যোগ করেন। রাহুল ফেরার পরেই আউট হন মার্কাস স্টোইনিসও (৩)। তবে নিকোলাস পুরান লড়াই জারি রাখেন। কিন্তু শেষরক্ষা আর হয়নি। পুরান ৪১ বলে ৬৪ করে অপরাজিত থাকলেও, দলকে জেতাতে পারেননি। রাজস্থানের হয়ে ২ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Journalist death | হাতির ছবি তুলতে গিয়ে বেঘোরে প্রাণ গেল সাংবাদিকের, পায়ের তলায় পিষে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জঙ্গলে খবর করতে যাওয়াই কাল হল! খবর করতে গিয়ে নিজেই উঠে এলেন খবরের শিরোনামে। বুনো হাতির সামনে পড়ে বেঘোরে প্রাণ...
trying ti kill a woman arrest 1

Eve teasing | মেয়ের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মাকে ধারালো অস্ত্রের কোপ! গ্রেপ্তার ১

0
রায়গঞ্জ: ইভটিজিংয়ের(Eve teasing) প্রতিবাদ করায় গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ(Raiganj) থানার রামপুর...

Alipurduar | রবির চিঠি সম্বল, জন্মদিন হয় না বক্সাদুর্গে

0
ভাস্কর শর্মা, বক্সাদুয়ার: ইংরেজদের কঠিন-কঠোর অনুশাসন, নিয়মিত তীক্ষ্ম নজরদারি। তা সত্ত্বেও রবীন্দ্র জয়ন্তী পালনের দুঃসাহস দেখিয়েছিলেন রাজবন্দিরা। তাও আবার দুর্গম বক্সা বন্দিশিবিরে। কথাগুলি বলছিলেন...

HS Result 2024 | নেপালি ভাষায় উচ্চমাধ্যমিকে প্রথম পাহাড়ের ৩ পড়ুয়া

0
কালিম্পং: নেপালি ভাষায় উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান দখল করল ৩ জন। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৪৬১। এদের নাম বিশান্ত বাসনেত ও রোজি খাতুন ও মমতা...

Mamata Banerjee | আমাদের কেউ বদমাইশি করলে থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি, আরামবাগের সভায়...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘আমাদের কেউ বদমাইশি করলে আমি ডেকে তাকে ২টো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি। কিন্তু বিজেপি সেটা করবে না।’ দলীয় প্রার্থীর...

Most Popular