Sunday, May 5, 2024
Homeআন্তর্জাতিকIran | ইজরায়েলি জাহাজকে আটক করল ইরান,বন্দী ১৭ ভারতীয়

Iran | ইজরায়েলি জাহাজকে আটক করল ইরান,বন্দী ১৭ ভারতীয়

 

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইজরায়েল-ইরান সংঘাতের জের স্পর্শ করল এবার ভারতীয়দের। শনিবার হরমুজ প্রণালীতে তল্লাশি অভিযান চলাকালীন একটি ইজরায়েলি জাহাজকে আটক করল ইরানের বিশেষ বাহিনী ‘রেভোলি‌উশনারি গার্ডস অ্যারোস্পেস ফোর্স’। ওই জাহাজে ১৭ জন ভারতীয় নাবিক রয়েছেন। বর্তমানে ইরানের বিশেষ বাহিনীর হাতে ‘বন্দি’ রয়েছেন তাঁরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, তেহরানের বিশেষ বাহিনী আটক ইজরায়েলি জাহাজটিকে জলসীমায় নিয়ে যাচ্ছে । ভারত সরকারকে স্বভাবিকভাবেই এই খবর চিন্তায় রাখলেও দিল্লির তরফে কোনও বিবৃতি এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে ইজরায়েলের হামলার পর থেকেই রনংদেহি মেজাজে রয়েছে ইরান। শুরু থেকেই গাজায় ইজরায়েলের ক্রমাগত হামলার বিরোধিতা করে আসছে ইরান। এরই মধ্যে ১ এপ্রিলের হামলায় ইরানের ১৩ জন প্রাণ হারান। এই ঘটনার পরেই প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল ইরান।
জানা গেছে আটক জাহাজটি জোডিয়াক গ্রুপের মালবাহী জাহাজ। নাম এমএসসি অ্যারিস। সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের বিশেষ বাহিনী ভারতগামী তাদের জাহাজ আটক করেছে। ১৭ ভারতীয়-সহ জাহাজে মোট ২৫ জন নাবিক আটক রয়েছেন। উল্লেখ্য, জোডিয়াক গ্রুপ হল ইজরায়েলি ধনকুবের ইয়াল অফারের মালিকানাধীন।
এই ঘটনায় ইজরায়েলের পাশে দাড়িয়েছে আমেরিকা। এই প্রেক্ষিতে ইরানকে পালটা হুমকি দিয়ে জো বাইডেন বলেন, “ইজরায়েলে হামলা চালানোর ভুল করবেন না। আমরা ইজরায়েলের প্রতিরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা ওদের সবরকম সাহায্য করব। ইরানের উদ্দেশ্য কোনওভাবে সফল হবে না।”
এক মার্কিন সেনা আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই ইরানকে পালটা জবাব দিতে পূর্ব ভূমধ্যসাগরে শত্রুপক্ষের নৌশক্তিকে চোখের নিমেষে ধ্বংসে সক্ষম দুটি রণতরী পাঠানো হয়েছে ।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Kickboxing | বাবা রাজমিস্ত্রী, কিকবক্সিংয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় সোনা জিতল ছেলে ও মেয়ে

0
বেলাকোবা : বাবা পেশায় রাজমিস্ত্রী। সেই পরিবারেরই ছেলে ও মেয়ে দু’জনেই রাজ্য জুনিয়র কিকবক্সিং প্রতিযোগিতায় সোনার পদক জিতে আনল। গত ৪ ও ৫ মে...

Cough syrup smuggling | সাইকেলের যন্ত্রাংশের আড়ালে কাফসিরাপ পাচারের চেষ্টা! বানচাল করল পুলিশ ও...

0
শিলিগুড়ি: গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাফসিরাফ উদ্ধার করল পুলিশ। সঙ্গে ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তারও করে নিউ জলপাইগুড়ি থানার...

Siliguri | কখনও রাস্তায় শুয়ে পড়ছেন, কখনও হুমকি দিচ্ছেন! রিকশাওয়ালাকে সামলাতে নাজেহাল ট্রাফিক

0
শিলিগুড়ি: ভেনাস মোড়ে  রবিবারের সকালে কার্যত তাণ্ডব করতে দেখা গেল এক রিকশা চালককে। কখনও তাঁকে দেখা যায় ভেনাস মোড়ের এই মাথা থেকে সেই মাথায়...

Sandeshkhali Viral video | সিবিআইয়ের ক্ষমতা থাকলে আমাকে বাড়ি থেকে তুলুক, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালির স্ট্রিং অপারেশনের ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপির দাবি প্রযুক্তি ব্যবহার করে এই ভিডিও বানানো হয়েছে রাজনৈতিক...

Bagdogra | খুনের এক মাস পর ভুবনেশ্বর থেকে গ্রেপ্তার অভিযুক্ত আইনজীবী

0
বাগডোগরা: খুনের ঘটনায় (Murder Case) এক মাস ফেরার থাকার পর গ্রেপ্তার হল অভিযুক্ত আইনজীবী (Lawyer Arrested) রজত চক্রবর্তী। তবে ঘটনায় আরেক অভিযুক্ত রজতের স্ত্রী...

Most Popular