শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

Ishan Kishan । ক্রিকেটীয় দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন! বিসিসিআইয়ের রোষের মুখে ঈশান

শেষ আপডেট:

কলকাতা: এক হি ভুল! ভুল নয়, ভারতীয় ক্রিকেটমহলের সঙ্গে জড়িতদের দাবি, ‘মহাভুল’। আর সেই মহাভুলের মাশুল গুনতে গিয়ে টিম ইন্ডিয়ায় ‘ব্রাত্য’ হয়ে পড়েছেন অধিনায়ক রোহিত শর্মার ঘনিষ্ঠ ‘বন্ধু’ ঈশান (Ishan Kishan) কিষান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আগামীদিনে ঈশানের ভারতীয় দলে ফেরা নিয়ে তৈরি হয়েছে ঘোরতর সংশয়।

ঘটনাটা কী?

টিম ইন্ডিয়ার মিশন দক্ষিণ আফ্রিকা সফরের স্কোয়াডে ছিলেন ঈশান। টেস্ট সিরিজ শুরুর আগে তিনি আচমকাই ব্যক্তিগত কারণে সরে দাঁড়ান দুই টেস্টের সিরিজ থেকে। সেই ব্যক্তিগত কারণ নিয়ে সেই সময় ভারতীয় টিম ম্যানেজমেন্ট বা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) খুব একটা মাথা ঘামায়নি। মনে করা হয়েছিল, জোহানেসবার্গ থেকে ঈশান দেশে ফিরে যাবেন। কিন্তু বাস্তবে সেটা হয়নি। ঈশান দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়িয়ে পৌঁছে গিয়েছিলেন দুবাই। সেখানে এক টিভি শো-এ তাঁকে দেখা গিয়েছিল। উপরি হিসেবে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পারিবারিক অনুষ্ঠানে অতিথিদের তালিকাতেও হাজির ছিলেন ঈশান। তাঁর দুবাই যাত্রা নিয়ে বিসিসিআই বা রোহিত-রাহুল দ্রাবিড়দের কিছু জানানোর প্রয়োজন মনে করেননি তিনি। ঈশানের ‘ব্যক্তিগত’ সমস্যা মিটেছে কি না, সরকারিভাবে এখনও অজানা বিসিসিআইয়ের।

এখানেই তিনি নিজের পায়ে কুড়ুল মেরেছেন, ভারতীয় ক্রিকেট সমাজের দাবি এমনই। অনেক প্রাক্তন ক্রিকেটারই ঈশানের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। টেস্ট সিরিজ না খেলে ‘ভুল’ তথ্য দিয়ে যেভাবে ঈশান বাস্তবে মিথ্যাচার করেছেন, সেটা অজিত আগরকাররাও মানতে পারেননি। ফল, ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ স্কোয়াডে দুই উইকেটকিপার ব্যাটার হিসেবে জিতেশ শর্মা ও সঞ্জু স্যামসন থাকলেও ঈশান ‘বাদ’। আর তাঁর এই বাদ পড়ার ধারা দীর্ঘ হতে চলেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও ঈশান দলের বাইরেই থাকবেন বলে খবর। ভারতীয় ক্রিকেটের অন্দরের খবর, মাঝের সময়ে বড় অঘটন না হলে ঈশান আগামী জুন মাসে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি২০ বিশ্বকাপের স্কোয়াড থেকেও বাদ পড়তে চলেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা নাম না লেখার শর্তে মুম্বই থেকে উত্তরবঙ্গ সংবাদকে বলেন, ‘ঈশানের মিথ্যাচার অদ্ভুত, রহস্যজনকও। জানি না ও কেন এমন সিদ্ধান্ত নিল। আমার মনে হয়, এমন কাণ্ড ঘটানোর পর ঈশানের পক্ষে জাতীয় দলে ফেরা কঠিন।’ এমনকি ঈশান চলতি ঘরোয়া মরশুমে তাঁর রাজ্য দলের হয়ে রনজি ট্রফি খেলবেন কি না, সেটাও কারোর জানা নেই।

অনেকটা ঈশানের মতোই অবস্থা ছিল শ্রেয়স আইয়ারেরও (Shreyas Iyer)। কলকাতা নাইট রাইডার্স অধিনায়কের পারফরমেন্সের পাশে তাঁর মনোভাব, ক্রিকেটীয় দায়বদ্ধতা নিয়েও তৈরি হয়েছিল সংশয়। সঙ্গে ভারতীয় ক্রিকেটমহলে রয়েছে অসন্তোষ ও ক্ষোভ। যদিও সূত্রের খবর, বুদ্ধিমান শ্রেয়স কিছুটা হলেও ড্যামেজ কন্ট্রোল করেছেন। দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরে শ্রেয়স মুম্বইয়ের হয়ে রনজি খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তার আগে অবশ্য ঘরের মাঠে আফগান সিরিজ থেকে তাঁকেও বাদ পড়তে হয়েছে। শ্রেয়সের ক্ষেত্রে জাতীয় দলের বাইরে থাকার অধ্যায়টা কত দীর্ঘ হয়, সেটাই এখন দেখার। ঘরের মাঠে আফগান সিরিজের স্কোয়াডে লোকেশ রাহুল কেন নেই, সেই প্রশ্নও উঠেছে। আকাশ চোপড়ার মতো অনেক প্রাক্তনই অবাক জাতীয় নির্বাচকদের এমন সিদ্ধান্তে। যদিও টিম ইন্ডিয়ার অন্দরের খবর, রাহুলকে নিয়ে সমস্যা তেমন নেই। চোট সারিয়ে ফেরার পর থেকেই মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশে নিয়মিতভাবে তাঁকে উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করতে হয়েছে। ফলে আপাতত তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।

অধিনায়ক রোহিত ও বিরাট কোহলি আফগান সিরিজের দলে প্রত্যাবর্তন ঘটিয়ে ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন, তাঁরা, জুন মাসে আমেরিকায় টি২০ বিশ্বকাপে খেলতে চান। শুধু তাই নয়, সম্প্রতি হার্দিক পান্ডিয়াকে টিম ইন্ডিয়ার অধিনায়ক করা নিয়ে বহু আলোচনা ও জল্পনা হয়েছিল। আফগান সিরিজের স্কোয়াডে রোহিতকে অধিনায়ক করে বিসিসিআই ও জাতীয় নির্বাচকরা বুঝিয়ে দিয়েছেন, হার্দিককে আরও অপেক্ষা করতে হবে। এমন নানা দোলাচলের মধ্যে মধ্যে দেশের নানা প্রান্ত থেকে টিম ইন্ডিয়ার সদস্যরা মোহালিতে পৌঁছে গিয়েছেন। সেখানেই আফগানিস্তানের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে সিরিজের প্রথম টি২০ ম্যাচ।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

India vs Australia | বৃষ্টিতে পণ্ড শেষ ম্যাচ, অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় ভারতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আবহাওয়ার বাধায় শেষ পর্যন্ত সিরিজের...

Bihar Polls Phase 1 | প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল বিহারে! চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ কমিশনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল...

BDO Prasanta Barman | বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক ও বন্ধু গ্রেপ্তার! ঘটনার ১২ দিনের মাথায় অ্যাকশনে পুলিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দত্তাবাদে (Duttabad) স্বর্ণ ব্যবসায়ী খুনের...

Parliament Winter Session | শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন, দিনক্ষণ ঘোষণা কেন্দ্রের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ১ ডিসেম্বর থেকে শুরু...