উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কানাডা প্রসঙ্গে নাম না করে এবার বিশ্বমঞ্চে আক্রমণ শানালেন ভারতের বিদেশমত্রী এস জয়শংকর। মঙ্গলবার রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণ দিতে গিয়ে জয়শংকর নাম না করে খলিস্তানি ইস্যুতে কানাডার ভূমিকার তীব্র সমালোচনা করেন। জয়শংকর জানান, রাজনৈতিক স্বার্থে কখনই সন্ত্রাসবাদকে উস্কানি দেওয়া উচিত নয়। একই সঙ্গে তিনি জানান, নিয়ম তখনই কাজ করবে যখন সকলের জন্য নিয়ম সমান হবে।
সম্প্রতি খলিস্তানি ইস্যুতে ভারত-কানাডা সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খলিস্তানি জঙ্গি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের পেছনে ভারতের হাত রয়েছে বলে ইঙ্গিত করেছেন। কানাডায় কর্মরত এক ভারতীয় কূটনীতিককে বরখাস্তও করা হয়েছে। পালটা কড়া অবস্থান নিয়েছে ভারতও। এক কানাডার কূটনীতিককে বরখাস্ত করার পাশাপাশি কানাডায় যাওয়ার ভিসা দেওয়াও বন্ধ রাখা হয়েছে। সতর্কবার্তা জারি করা হয়েছে কানাডায় বসবাসকারী ভারতীয়দের জন্যও। এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক এখন যথেষ্টই তলানিতে বলে মনে করা হচ্ছে। সেই সূত্র ধরেই এবার আন্তর্জাতিক মঞ্চ থেকে কানাডাকে তোপ দাগলেন জয়শংকর।