চালসা: বন দপ্তরের অনুমতি ছাড়াই ঝড়ে উপড়ে পড়া গাছ কাটার অভিযোগ উঠল কিছু কাঠ ব্যবসায়ীর বিরুদ্ধে। চালসার ইনডং মোড় এলাকার ঘটনা। গাছ আত্মসাতের অভিযোগে সোমবার তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি তথা ওয়েস্ট বেঙ্গল ওয়াইল্ড লাইফ বোর্ডের সদস্য জোসেফ মুন্ডা চালসার রেঞ্জারের দ্বারস্থ হন। তিনি রেঞ্জারকে লিখিত অভিযোগ জানান। বিষয়টি খতিয়ে দেখছে বন দপ্তর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৪ মে কালবৈশাখী ঝড়ে চালসা-মেটেলি রাজ্য সড়কের ইনডং মোড় সহ সংলগ্ন এলাকায় পূর্ত দপ্তরের বহু গাছ উপড়ে পড়ে। রাস্তা পরিষ্কারের নামে কিছু কাঠ ব্যবসায়ী বন দপ্তরের অনুমতি না নিয়েই ওই গাছ কেটে নিয়ে যান বলে অভিযোগ।
তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি জোসেফ মুন্ডা জানান, পূর্ত দপ্তরের গাছ লুট করা হয়েছে। গাছ কাটার জন্য বনদপ্তরের কাছে কোনও অনুমতি নেওয়া হয়নি। অবিলম্বে ঘটনার তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে। এছাড়া কেটে ফেলা গাছ বাজেয়াপ্ত করার দাবিও জানিয়েছেন তিনি।
এদিন রেঞ্জার প্রকাশ থাপা অফিসে না থাকায় অন্য এক কর্মী অভিযোগ পত্র গ্রহণ করেন। টেলিফোনে রেঞ্জার বলেন, ‘পূর্ত দপ্তরের তরফে আমাদের কাছে কোনও আবেদন করা হয়নি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’