Monday, September 16, 2024
Homeউত্তরবঙ্গঝড়ে উপড়ে পড়া গাছ কাটার অভিযোগ, রেঞ্জারের দ্বারস্থ জোসেফ

ঝড়ে উপড়ে পড়া গাছ কাটার অভিযোগ, রেঞ্জারের দ্বারস্থ জোসেফ

চালসা: বন দপ্তরের অনুমতি ছাড়াই ঝড়ে উপড়ে পড়া গাছ কাটার অভিযোগ উঠল কিছু কাঠ ব্যবসায়ীর বিরুদ্ধে। চালসার ইনডং মোড় এলাকার ঘটনা। গাছ আত্মসাতের অভিযোগে সোমবার তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি তথা ওয়েস্ট বেঙ্গল ওয়াইল্ড লাইফ বোর্ডের সদস্য জোসেফ মুন্ডা চালসার রেঞ্জারের দ্বারস্থ হন। তিনি রেঞ্জারকে লিখিত অভিযোগ জানান। বিষয়টি খতিয়ে দেখছে বন দপ্তর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৪ মে কালবৈশাখী ঝড়ে চালসা-মেটেলি রাজ্য সড়কের ইনডং মোড় সহ সংলগ্ন এলাকায় পূর্ত দপ্তরের বহু গাছ উপড়ে পড়ে। রাস্তা পরিষ্কারের নামে কিছু কাঠ ব্যবসায়ী বন দপ্তরের অনুমতি না নিয়েই ওই গাছ কেটে নিয়ে যান বলে অভিযোগ।

তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি জোসেফ মুন্ডা জানান, পূর্ত দপ্তরের গাছ লুট করা হয়েছে। গাছ কাটার জন্য বনদপ্তরের কাছে কোনও অনুমতি নেওয়া হয়নি। অবিলম্বে ঘটনার তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে। এছাড়া কেটে ফেলা গাছ বাজেয়াপ্ত করার দাবিও জানিয়েছেন তিনি।

এদিন রেঞ্জার প্রকাশ থাপা অফিসে না থাকায় অন্য এক কর্মী অভিযোগ পত্র গ্রহণ করেন। টেলিফোনে রেঞ্জার বলেন, ‘পূর্ত দপ্তরের তরফে আমাদের কাছে কোনও আবেদন করা হয়নি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

বরফ বলের গড়িয়ে চলা

0
অনিন্দিতা গুপ্ত রায় তখন আমার ছাত্রজীবন। সে মেলা যুগ আগের কথা। সকাল সকাল সাগরীদি বাসন মাজতে মাজতে খবর দিল ‘ও বৌদি গণেশ ঠাকুর নাকি...

সব পার্টি, সব পক্ষ সমান কারিগর

0
সুমন ভট্টাচার্য ‘ফেক নিউজ’ কারে কয়? বা ব্যাপারটা উলটোভাবেও ভাবা যেতে পারে, ‘ফেক নিউজ’-এ পারদর্শী হলে কোথায় জায়গা পাওয়া যাবে? আগে হলে নিশ্চিন্তেই বলে...

Malda | বন্দুকের বাঁট দিয়ে তরুণকে মারধর, কাঠগড়ায় তৃণমূলের ছাত্র নেতা

0
সৌম্যজ্যোতি মণ্ডল, চাঁচল: সপ্তাহ দুয়েক আগে রাতের পিকনিকে হয়েছিল বিবাদ। সেই বিবাদের জের। প্রকাশ্যে কৃষক বাজারে এক যুবককে বেধড়ক মেরে বন্দুকের বাঁট দিয়ে মাথা...

ঘটে যা,সব সত্য নহে

0
দীপঙ্কর দাশগুপ্ত আমেরিকার সিবিএস রেডিওতে সম্প্রচারিত একটি নাটককে ঘিরে সে কী আতঙ্ক আর তুলকালাম! ১৯৩৮ সালের ৩০ অক্টোবরের ঘটনা। রাত আটটায় হচ্ছিল এইচ জি...

Uttar Dinajpur | প্লাস্টিক-স্টিলের রমরমা চাহিদা, কামারপাড়ায় বন্ধ হাপর

0
বিশ্বজিৎ সরকার, হেমতাবাদ: হেমতাবাদের আরাজি কাশিমপুর ও ঠাকুরবাড়িতে একসময় ভোররাত থেকে শুরু হত হাপরটানা। কানে আসত লোহা পেটানোর আওয়াজ। ওই দুই এলাকার বাসিন্দাদের ঘুম...

Most Popular