Wednesday, December 6, 2023
HomeMust-Read Newsপুলিশের সামনেই মেলায় দেদার জুয়া, খবর করতে গিয়ে আক্রান্ত উত্তরবঙ্গ সংবাদ

পুলিশের সামনেই মেলায় দেদার জুয়া, খবর করতে গিয়ে আক্রান্ত উত্তরবঙ্গ সংবাদ

রায়গঞ্জ: মেলা চত্বরে রমরমিয়ে চলছে জুয়ার আসর, আর সেই খবর করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন উত্তরবঙ্গ সংবাদের সাংবাদিক বিশ্বজিৎ সরকার। সোমবার রাতে রায়গঞ্জ থানার ১৪ নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছটপড়ুয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছটপড়ুয়া এলাকায় কালীপুজো উপলক্ষ্যে ভুসকালীর মেলা বসেছে। অভিযোগ, মেলা চত্বরে পেছন দিকে রমরমিয়ে চলছে মদ ও জুয়ার আসর। বিষয়টি জানার পরও পুলিশ ও প্রশাসন উদাসীন। স্থানীয়রা এনিয়ে রায়গঞ্জ থানার দ্বারস্থ হলেও কাজের কাজ কিছু হয়নি। বাসিন্দাদের থেকে বিষয়টি জানতে পেরে সেখানে খবর সংগ্রহ করতে গিয়েছিলেন সাংবাদিক বিশ্বজিৎ সরকার। অভিযোগ, সেখানে তাঁকে খবর করতে বাধা দেওয়ার পাশাপাশি তাঁর জামা ছিঁড়ে মারধরও করা হয়। সাংবাদিক নিগ্রহের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে জেলার সংবাদকর্মী মহলে।

এবিষয়ে কর্ণজোড়া ফাঁড়ির ওসি জয়দেব বর্মনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাঁর বক্তব্য, “মেলার আড়ালে মদ ও জুয়ার আসর বসেছে বলে শুনলাম। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” তবে পুলিশ একথা বললেও সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের দাবি, পুলিশকে টাকা দিয়েই জুয়া ও মদের আসর বসেছে। মেলার আড়ালে এসব চলছে অথচ তা পুলিশ জানে না, এটা কীভাবে হতে পারে? এমন প্রশ্ন উঠছে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments