Monday, May 6, 2024
HomeBreaking NewsJustice Abhijit Gangopadhyay | ‘সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে’, ইডি’র ওপর হামলার ঘটনায়...

Justice Abhijit Gangopadhyay | ‘সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে’, ইডি’র ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

কলকাতা: সন্দেশখালির (Sandeshkhali) ঘটনায় এবার মুখ খুললেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। শুক্রবার এবিষয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। সব শুনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। তিনি বলেন, ‘পুলিশ কী করছিল, পুলিশ কি ঘটনাস্থলে যায়নি?’ এরপরই তিনি বলেন, ‘রাজ্যপাল (Governor) কেন ঘোষণা করছেন না, রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে?’ বিচারপতির সংযোজন, ‘তদন্তকারী সংস্থা আক্রান্ত হলে কীভাবে তদন্ত হবে?’

এদিনের ঘটনা প্রসঙ্গে কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেলের উদ্দেশে বিচারপতি বলেন, ‘শুনলাম, আপনাদের লোকেদের মেরেছে। আপনারা কী করছিলেন? ওদের সঙ্গে গুলি-বন্দুক থাকে না? চালাতে পারে না?’ ইডির অফিসারদের মারধর করা নিয়ে বিচারপতির বক্তব্য, ‘দু’জন অফিসারকে মেরেছে, ২০০ জনকে পাঠান।’

প্রসঙ্গত, র‍্যাশন বণ্টন দুর্নীতি মামলায় (Ration scam case) তদন্তের সূত্রে শুক্রবার সন্দেশখালিতে তৃণমূল (TMC) নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে স্থানীয়দের একাংশের রোষের মুখে পড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) (ED)। জখম হন ইডি আধিকারিক। জনতার চাপে পিছু হটতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। এদিন তৃণমূল নেতা শাজাহান শেখের বাড়িতে হানা দিয়েছিল ইডি। তবে সেই বাড়ি তালাবন্ধ ছিল। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও সাড়া না মেলায় তালা ভাঙার চেষ্টা করেন ইডি’র আধিকারিকরা। সেইসময় শাজাহান শেখের অনুগামীরা ঘটনাস্থলে যান। ইডি আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। কেন্দ্রীয় বাহিনীর জনওয়ানদেরও (Central force) ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। এরপরই ঘটনাস্থল থেকে কার্যত তাড়িয়ে বের করা হয় ইডি আধিকারিকদের। হামলার জেরে মাথা ফাটে এক ইডি আধিকারিকের।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Covishield | কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া! এবার মামলা শুনবে সুপ্রিম কোর্ট

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোভিড টিকা কোভিশিল্ডের (Covishield) পার্শ্বপ্রতিক্রিয়ার (Side effects) সম্ভাবনা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে মূল প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা (AstraZeneca)। এই খবর প্রকাশ্যে...

0
শুভ দত্ত বানারহাট ৬ই মার্চ :: ভুটানের সস্তার তেলে সীমান্ত পেরিয়ে নিয়ে এসে ভারত-ভুটান সীমান্তের বিভিন্ন এলাকায় রমরমিয়ে চলছে ব্যবসা । ভুটান থেকে তেল...

Assam | ব্রহ্মপুত্রের উপর নির্মীয়মান ভারতের দীর্ঘতম সেতুই এলাকায় ভোটের ইস্যু

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অসমের ধুবড়ির ভোটাররা যখন তৈরি হচ্ছেন ৭ মে-র ভোটের জন্য, সেই সময় দাঁড়িয়ে ভারতের দীর্ঘতম নির্মীয়মান সেতুই কিন্তু ওই অঞ্চলে...

Karnataka BJP | ভিডিওতে সাম্প্রদায়িক উসকানি! জেপি নাড্ডা-অমিত মালব্যর বিরুদ্ধে এফআইআর

0
বেঙ্গালুরু: সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, দলের কর্ণাটক ইউনিটের প্রধান বিওয়াই বিজয়েন্দ্র এবং দলের আইটি সেল প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে...

Madhyamik result 2024 | মেধার কাছে হার মানল অভাব, মাধ্যমিকের রেজাল্টে তাক লাগাল দুই...

0
নিশিগঞ্জ: মেধার কাছে নতি স্বীকার করল অভাব। কোচবিহার (Coochbehar) ১ ব্লকের চান্দামারি প্রাননাথ উচ্চ বিদ্যালয়ের দুই পড়ুয়া মাধ্যমিকে (Madhyamik result 2024) নজরকাড়া ফল করে...

Most Popular