উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগে স্বজনপোষণের অভিযোগের তদন্তে গড়িমসি! রাজ্যের শিক্ষা দপ্তরকে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে হাইকোর্টের লিগ্যাল এইড সার্ভিসে এই টাকা জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার একটি মামলায় এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ।
২০১২ সালে পূর্ব মেদিনীপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগে স্বজনপোষণের অভিযোগ উঠেছিল। ২০১৬ সালে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষা দপ্তরকে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু আদালতের নির্দেশ সত্ত্বেও শিক্ষা দপ্তর সেই কাজ করেনি বলে অভিযোগ ওঠে। তার পরিপ্রেক্ষিতেই আজ এই নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
১০ দিনের মধ্যে হাইকোর্টের লিগ্যাল এইড সার্ভিসে এই টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। পূর্ববর্তী নির্দেশ বহাল রেখে আদালত জানিয়েছে, আগামী ৬ সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্ট হাইকোর্টে পেশ করতে হবে। এদিন শিক্ষা সচিবের উদ্দেশে তীব্র ভর্ৎসনা করে আদালত। শুনানির পর বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির যদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকে তবে তাঁর পদত্যাগ করা উচিত বলেই মনে করে আদালত।’ আগামী ১২ সেপ্টেম্বর এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে।