Sunday, May 28, 2023
HomeBreaking Newsনাতনির প্রথম জন্মদিন, প্যারোলে মুক্তির আবেদন নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি প্রাক্তন শিক্ষাকর্তার

নাতনির প্রথম জন্মদিন, প্যারোলে মুক্তির আবেদন নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি প্রাক্তন শিক্ষাকর্তার

কলকাতা: আগামী বুধবার নাতনির প্রথম জন্মদিন। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্যারোলে মুক্তি চাইলেন মধ্যশিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আলিপুর আদালতে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আইনজীবী মারফৎ জামিনের আর্জি জানান তিনি।

প্রাক্তন পর্ষদ সভাপতির আইনজীবী জানিয়েছেন, বুধবার কল্যাণময়ের নাতনির প্রথম জন্মদিন। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চান তিনি। সেকারণে বিচারকের কাছে ৪ থেকে ৬ ঘণ্টার জন্য অন্তর্বর্তী জামিন চাওয়া হয়েছে।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত ১৫ সেপ্টেম্বর গ্রেপ্তার হন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। সেই পদে থাকাকালীন নিয়োগ দুর্নীতিতে কল্যাণময়ের ভূমিকা ছিল বলে সিবিআইয়ের অভিযোগ।

গ্রেপ্তারির পর টানা ৯ মাস তিনি জেলবন্দি। এবার নাতনির জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্যারোলে মুক্তির আবেদন জানালেন কল্যাণময়। যদিও শুনানি শেষে আদালত জানিয়েছে, প্যারোলে মুক্তির জন্য তাঁকে জেল সুপারের কাছে আবেদন করতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments