মালদা: নির্বাচনি প্রচারে (Vote Campaign) বেরিয়ে চুমু খেয়ে বিতর্কে জড়ালেন মালদা উত্তরের (Uttar Malda) বিজেপি প্রার্থী খগেন মুর্মু (Khagen Murmu)। সোশ্যাল মিডিয়ায় এমনই ছবি ঘিরে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। অভিযোগ, চাঁচলের সিহিপুর গ্রামে প্রচারে গিয়ে একটি মেয়েকে চুমু খেতে দেখা যায় খগেনকে। বিজেপি (BJP) প্রার্থীর সেই ‘বিতর্কিত’ ছবি ভাইরাল হতেই কটাক্ষ করেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের তরফে সেই ছবি (যদিও ছবির সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘটনার নিন্দা করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই খগেনের ‘বিতর্কিত’ ছবি ঘিরে হইচই পড়েছে জেলাজুড়ে। যা নিয়ে জেলাজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। যদিও এ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিকৃত মানসিকতার অভিযোগ তুলেছেন খগেন।