শিলিগুড়ি: শহরের বিভিন্ন বাজার কিংবা দোকানে ওজনে কারচুপি কিংবা নিয়মের তোয়াক্কা না করে ওজন মাপার যন্ত্র ব্যবহারের অভিযোগ বারে বারে উঠেছে। যার বিরুদ্ধে বৃহস্পতিবার শিলিগুড়ির বিভিন্ন বাজারে লিগাল মেট্রোলজি দপ্তরের আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে জলপাইমোড়, মিলনপল্লি, ঝংকার মোড়ের সবজি ও মাছের বাজারে অভিযান চালান। বর্ধমান রোডের একাধিক ভাঙারির দোকানেও অভিযান চালানো হয়।
ঘটনায় ১১ জন ব্যবসায়ীর বৈদ্যুতিন ওজন মাপার যন্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ব্যবসায়ীদের জরিমানা করার প্রক্রিয়াও শুরু করা হয়েছে। বিষয়টি নিয়ে লিগাল মেট্রোলজি দপ্তরের উত্তরবঙ্গের উপ নিয়ামক উৎপল বিশ্বাস জানান, লাগাতার এই অভিযান করা হচ্ছে। বৈদ্যুতিন ওজন মাপার যন্ত্র দুই বছর পরপর পুর্ননবীকরন করার নিয়ম রয়েছে। হাত দাঁড়িপাল্লা ও বাটখাড়া এক বছর পরপর পুর্ননবীকরন করতে হয়। কিন্তু দেখা গিয়েছে অনেকে সেই নিয়ম মানছেন না।