চোপড়াঃ বেহাল নিকাশি ব্যবস্থা চোপড়া ব্লকের দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের। একটু বৃষ্টিতেই হাঁটু সমান জল জমে যায় এলাকায়। হাঁটু জল পেরিয়েই রোগী থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভেতরে ঢুকতে হচ্ছে। এরজন্য পঞ্চায়েত প্রশাসন ও ব্লক স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষের চরম উদাসীনতাকেই দায়ী করেছেন স্থানীয়রা।
সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্র চত্বরের অধিকাংশ জায়গা। শনিবারের প্রবল বৃষ্টিতে স্বাস্থ্য কেন্দ্রের সামনের অংশে হাঁটু জল জমেছে। গোটা স্বাস্থ্যকেন্দ্র চত্বর বৃষ্টির জমা জল থইথই করছে। নিকাশি সমস্যা নিয়ে রীতিমতো তিতিবিরক্ত হয়ে পড়েছেন চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও তাদের আত্মীয় পরিজনদের। দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিকাশি সমস্যা নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ দেখা দিয়েছে। চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়ারুল রহমান অবশ্য বলেন, স্বাস্থ্যকেন্দ্রের সামনের জমা জল বের করার ব্যপারে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।