Exclusive

Lok Sabha Election 2024 | আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র, এবার প্রার্থীর সংখ্যা ১১

মণীন্দ্রনারায়ণ সিংহ, আলিপুরদুয়ার: গতবারের লড়া‌ইটা সাতজনের মধ্যে ছিল। এবারে আলিপুরদুয়ার (Alipurduar) লোকসভা কেন্দ্রে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতবারের ভোটে মূল লড়াই ছিল বিজেপি ও তৃণমূল প্রার্থীর মধ্যে। ২০১৯ সালের লোকসভায় বাম এবং কংগ্রেস আলাদাভাবে প্রার্থী দিলেও এবারের লড়াইয়ের ময়দানে থাকল না কংগ্রেস। গতবারের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিজেপি ও তৃণমূল এবারেও একে অপরকে প্রচারে টেক্কা দিতে মরিয়া। যদিও এবার অন্যান্য দল এবং নির্দল প্রার্থীরা কতাটা ভোট কাটাকাটি করতে পারেন, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। কংগ্রেস এবারে প্রার্থী না দেওয়ায় দলের কর্মী-সমর্থকদের ভোট কোন বাক্সে পড়বে, তা নিয়েও ধোঁয়াশা থাকছে।

আলিপুরদুয়ারে এবারে বিভিন্ন রাজনৈতিক দলের বাইরেও সরাসরি দুই নির্দল প্রার্থী লড়ছেন। তাঁরাও এবারের ভোটে (Lok Sabha Election 2024) একটা ফ্যাক্টর হবেন বলে মনে করা হচ্ছে। গত বিধানসভায় মাদারিহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজেশ লাকড়ার অনুগামী পরিমল ওরাওঁ নির্দল প্রার্থী হয়ে লড়ছেন। তার হয়ে প্রচারে নেমেছেন খোদ রাজেশ। রাজেশ জানিয়েছেন, তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে তাঁদের লড়াই। তাঁর আশা, পরিমল ভালো ফল করবেন। অন্যদিকে, চা শ্রমিকদের হয়ে আন্দোলনকারী অর্জুন ইন্দুওয়ার নির্দল প্রার্থী হয়ে লড়ছেন। তাঁর দাবি, চা শ্রমিকদের বঞ্চনা নিয়ে রাজ্য-কেন্দ্র কারও মাথাব্যথা নেই। চা শ্রমিক কৃষকদের স্বার্থে তাঁর লড়াই। অন্তত ৫ লক্ষ ভোট পাওয়ার আশায় রয়েছেন ওই নির্দল প্রার্থী।

তৃণমূল কংগ্রেস (TMC) ও বিজেপির (BJP) ভোটব্যাংকে আদৌ কি ধাক্কা দিতে পারেন স্থানীয় রাজনৈতিক দল ও নির্দল প্রার্থীরা? সেটা হলে অনেক হিসেবনিকেশ বদলে যেতে পারে। গত লোকসভা নির্বাচনে ৭,৫০,৮০৪ ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী জন বারলা। প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী দশরথ তিরকি পেয়েছিলেন ৫,০৬,৮১৫ ভোট। বাম প্রার্থী মিলি ওরাওঁ ৫৪,০১০ ভোট এবং কংগ্রেস প্রার্থী মোহনলাল বসুমাতা ২৭,৪২৭ ভোট পেয়েছিলেন। নোটায় ২১,১৭৫ ভোট পড়লেও অন্য প্রার্থীরা ১৫ হাজারের নীচে ভোট পেয়েছিলেন।

এবারে আলিপুরদুয়ার আসনে কংগ্রেস প্রার্থী দেয়নি, বামের প্রার্থী মিলি ওরাওঁ এবারেও লড়ছেন। বিএসপি, এসইউসিআই, নর্থবেঙ্গল পিপলস পার্টি, কিষান মজদুর সংঘর্ষ পার্টি, কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড), গণসুরক্ষা পার্টির প্রার্থীরা লড়ছেন। বাম প্রার্থীর হয়ে কংগ্রেস ভোটের ময়দানে আদৌ নামবে কি না তা এখনও স্পষ্ট নয়। দু’একদিনের মধ্যে বসে আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবে। স্থানীয় রাজনৈতিক দলগুলি স্থানীয় চা বাগান থেকে কৃষকদের স্বার্থে লড়াইয়ের ময়দানে নেমেছে। গতবারে দুই মূল প্রতিদ্বন্দ্বী এবারেও অন্যদের থেকে প্রচারে এগিয়ে রয়েছেন। ফলে লোকসভা ভোটে তৃণমূল ও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অন্যরা কতটা ভোট নিজেদের বাক্সে টানতে পারেন, সেই হিসেবনিকেশ করছেন দুই প্রতিদ্বন্দ্বী দলের ভোট ম্যানেজাররা।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Tufanganj | উচ্চমাধ্যমিকে তুফানগঞ্জের যমজ দুই ভাইয়ের নজরকাড়া ফলাফল ,মহকুমায় সম্ভাব্য প্রথম অমৃতাভ পাল

তুফানগঞ্জ: অল্পের জন্য উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান পেল না তুফানগঞ্জ নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হাইস্কুলের যমজ…

44 mins ago

Worker death | হুড়মুড়িয়ে ধসে পড়ল চাঙর! সেবক-রংপো টানেলে ফের মৃত্যু শ্রমিকের

শিলিগুড়ি: সেবক-রংপো রেল প্রকল্পে কাজ চলাকালীন ফের এক শ্রমিকের মৃত্যুর (Worker death) ঘটনা ঘটল। বৃহস্পতিবার…

55 mins ago

HS Result 2024 |  বাবা পরিযায়ী শ্রমিক, উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল হরিশ্চন্দ্রপুরের রুকসারের

হরিশ্চন্দ্রপুর: উচ্চমাধ্যমিকে (HS Result 2024) নজরকাড়া ফল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার প্রত্যন্ত গ্রামের মেয়ে রুকসার খাতুনের।…

1 hour ago

HS Result 2024 | উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৪৬০, রাজমিস্ত্রি বাবার স্বপ্নপূরণ করতে চায় সাবানা

চ্যাংরাবান্ধা: বাবা চান মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়। আর বাবার স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে চলেছে…

1 hour ago

Matigara | অপরাধের কিনারাই শুধু নয়, গিটারেও সুর তোলেন এই পুলিশর্তা

মাটিগাড়া: যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। এই প্রবাদবাক্যকে সত্যি প্রমাণিত করে ছেড়েছেন মাটিগাড়া (Matigara) থানার…

2 hours ago

Shiv Mandir । জীবিত সদ্যজাত কন্যাসন্তান উদ্ধার শিবমন্দিরে, শিশুটি কোথা থেকে এল ?

শিবমন্দির: জীবিত সদ্যজাত কন্যাসন্তান উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল শিবমন্দিরের এক নম্বর সত্যেন…

2 hours ago

This website uses cookies.