কিশনগঞ্জ: ‘এনডিএর বিরুদ্ধে ভোট দিন’, বুধবার নেপাল সীমান্তের দিঘলব্যাংক হাটের জনসভায় এমনই মন্তব্য করলেন এআইএমআইএম সুপ্রিমো তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। কিশনগঞ্জ লোকসভা আসনে ২৬ এপ্রিল ভোট। এই কেন্দ্রের দলীয় প্রার্থী আখতারুল ইমানের সমর্থনে প্রচারে অংশ নিতে চারদিন ধরে জেলা সফরে এসেছেন ওয়াইসি। উত্তরপ্রদেশে বুলডোজার চালানো ও অসমে অবৈধভাবে মাদ্রাসার বিরুদ্ধে সরকারের পদক্ষেপের নিন্দা করেছেন তিনি। এদিন ওয়াইসি বলেন, ‘কিশনগঞ্জের মতো সংখ্যালঘু অধ্যুষিত আসনে জিতলে শোষিত, অত্যাচারিত মানুষরা শান্তি পাবে। সেজন্য আগামী ২৬ এপ্রিল, শুক্রবার এনডিএর বিরুদ্ধে ভোট দিন। দলীয় প্রার্থীকে জেতান।’
Lok sabha Election 2024 | ‘এনডিএর বিরুদ্ধে ভোট দিন’, ভোটারদের বার্তা ওয়াইসির
শেষ আপডেট:

