Friday, May 3, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গকেন্দ্রের নতুন ট্রাফিক আইন বাতিলের দাবি, পথ অবরোধ লরিচালকদের

কেন্দ্রের নতুন ট্রাফিক আইন বাতিলের দাবি, পথ অবরোধ লরিচালকদের

ফাঁসিদেওয়া: কেন্দ্র সরকারের নয়া ট্রাফিক আইন বাতিল করার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন লরিচালকরা। সোমবার ইংরেজি বছরের প্রথম দিন লরিচালকদের সড়ক অবরোধের জেরে নাকাল হতে হয় পিকনিক করতে যাওয়া মানুষদের। এদিন ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর সংলগ্ন ময়লানিজোত এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কের উপর এলোমেলো করে লরি দাঁড় করিয়ে পথ আটকে দেন। আইন প্রত্যাহারের দাবিতে রাস্তা অবরোধ করেন চালকেরা। দ্রুত আইন প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

চলতি শীতকালীন অধিবেশনে, কেন্দ্র সরকারের নতুন ট্রাফিক আইন এনেছে। নতুন আইন অনুযায়ী, যদি কোনও লরিচালক দুর্ঘটনার শিকার হন, সেক্ষেত্রে লরি ছেড়ে পালিয়ে যেতে পারবেন না। দুর্ঘটনায় জখমকে হাসপাতালে পৌঁছোনোর দায়িত্ব নেওয়ার পাশাপাশি, তাঁর চিকিৎসার ভার নেওয়ার কথা বলা হয়েছে।  আইন অমান্য করলে অভিযুক্ত লরিচালককে ৪ লক্ষ টাকা জরিমানা এবং ১০ বছরের সশ্রম কারাদণ্ডের কথা বলা হয়েছে।

রাজকুমার শর্মা নামে এক লরিচালক জানান, তাঁরা ইচ্ছে করে কোনও দুর্ঘটনা ঘটান না। অনেক ক্ষেত্রেই পথচারীদের ভুলে দুর্ঘটনা ঘটে। তাঁরা স্বল্প বেতনে কাজ করেন। তাঁদের পক্ষে ৪ লক্ষ টাকা জরিমানা দেওয়া সম্ভব নয়। কেন্দ্র সরকার যদি দ্রুত এই আইন প্রত্যাহার না করেন, তাহলে তাঁদের পক্ষে এই পেশায় থাকা সম্ভব নয়। ইসলামপুর থেকে পিকনিক করতে আসা তপন নন্দী নামে এক ব্যক্তি জানান, বছরের প্রথমদিন বেরিয়েই দুর্ভোগের শিকার হতে হল।

ঘটনার খবর পেয়ে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। তৃণমূল কংগ্রেসের ঘোষপুকুরের গ্রাম প্রধান জনরাজন কিনডো ঘটনাস্থলে পৌঁছে বলেন, ‘আমরা লরিচালকদের পাশে আছি। তবে সাধারণ মানুষ যেন লরিচালকদের জন্য সমস্যায় না পড়েন সে বিষয়টিও মাথায় রাখতে হবে।‘ যদিও পুলিশ চালকদের বুঝিয়ে প্রায় ঘণ্টাখানেক পর অবরোধ তুলে দেন। পরে পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Madhyamik 2024 | বাবা দিনমজুর, ৯০ শতাংশ নম্বর পেয়েও উচ্চশিক্ষা নিয়ে চিন্তায় শালকুমারহাটের ননীগোপাল

0
শালকুমারহাট: আগে কেরলে কাজ করতেন। লকডাউনের সময় অনেক কষ্টে বাড়ি ফেরেন। তারপর আর বাইরে যাননি শালকুমারহাটের ধীরেন্দ্রনাথ অধিকারী। এখন নিজের এলাকাতেই চাষের জমিতে দিনমজুরি...

Drug Trafficking | ভারত-নেপাল সীমান্তে ২০৫ গ্রাম মরফিন সহ ধৃত ২

0
খড়িবাড়ি: ভারত-নেপাল সীমান্তের (India-Nepal Border) পানিট্যাঙ্কিতে ২০৫ গ্রাম মরফিন সহ ধরা পড়ল দুই মাদক কারবারি (Drug Trafficking)। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পানিট্যাঙ্কি...
Unbearable stomach pain, 'Comedy Queen' Bharti Singh is crying in the hospital

Bharti Singh | অসহ্য পেট ব্যথা, হাসপাতালে কেঁদে ভাসাচ্ছেন ‘কমেডি ক্যুইন’ ভারতী সিং

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টিভির পর্দায় তাঁকে সবাই হাসিখুশি দেখতেই অভ্যস্ত। কোনও কমেডি শো হোক বা রিয়্যালিটি শো সবকিছুতেই তিনি যেন পারদর্শী। বলিউডের(Bollywood) ‘কমেডি...

Narendra Modi | ‘ছোটদের ভবিষ্যৎ নষ্ট করছে তৃণমূল’, দুর্নীতি ইস্যুতে তোপ মোদির

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘ছোটদের ভবিষ্যৎ নষ্ট করছে তৃণমূল।’ দুর্নীতি ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারকে এভাবেই তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার বীরভূমের...

Mamata Banerjee | ‘মেয়েটার কান্না হৃদয় ভেঙে দিয়েছে’, শ্লীলতাহানির অভিযোগ নিয়ে রাজ্যপালকে ধুয়ে দিলেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  শুক্রবার বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকারের (TMC Candidate Sharmila Sarkar) সমর্থনে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ...

Most Popular