রাজ্য

Mamata Banerjee | কোচবিহারে আসছেন মমতা, রাসমেলা মাঠ পরিদর্শনে জেলা শাসক

কোচবিহার: চলতি মাসেই কোচবিহারে (Cooch behar) আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার রাসমেলার মাঠে সরকারি অনুষ্ঠানে থাকার কথা রয়েছে তাঁর। শুক্রবার রাসমেলা মাঠ পরিদর্শন করলেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। এছাড়াও ছিলেন অতিরিক্ত জেলাশাসক সৌমেন দত্ত সহ অন্যান্য আধিকারিকরা। রাসমেলা মাঠের এক পাশেই এবিএন শীল কলেজের মাঠে হেলিপ্যাড তৈরির ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে। রাসমেলা মাঠে সভার মঞ্চ ছাড়াও প্রায় ৩০টি সরকারি দপ্তরের স্টল থাকবে।

প্রশাসনিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। তার মধ্যে কোচবিহার শহরকে হেরিটেজ ঘোষণা, রাজবংশী ভাষার শতাধিক স্কুলের সূচনা, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ৪৩টি ডিজেল বাসের উদ্বোধন ও বিভিন্ন সুযোগ সুবিধা তুলে দেওয়া হবে।

লোকসভা ভোট (Loksabha election) ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। এমন আবহে মুখ্যমন্ত্রীর কোচবিহার সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাস দেড়েক আগেই পাহাড়, ডুয়ার্সে এসেছিলেন মুখ্যমন্ত্রী। পাশের জেলা আলিপুরদুয়ারে এলেও ব্রাত্য রয়ে গিয়েছিল কোচবিহার। এতে কোচবিহারের তৃণমূল (Trinamool) নেতা-কর্মীরা কিছুটা হলেও হতাশ ছিলেন। যদিও এরপর কোচবিহারে আসবেন বলে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। এবার সেই কথা রাখছেন।

কোচবিহার লোকসভা আসনটি এমনিতেই পদ্ম শিবিরের দখলে রয়েছে। শুধু দখলে থাকাই নয়, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও বটে। রাম মন্দির নিয়ে গোটা দেশের পাশাপাশি কোচবিহারেও বিজেপির যে উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে, তাতে কিছুটা হলেও চিন্তায় পড়েছেন জেলার তৃণমূল নেতারা। এই অবস্থায় মমতা কোচবিহারে আসছেন এই খবর জানাজানি হতেই তৃণমূল নেতা-কর্মীরা যেন বাড়তি অক্সিজেন পেয়েছেন।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Flyover | বিপদ ও ঝুঁকি মাথায় উড়ালপুল

শমিদীপ দত্ত, বাগডোগরা: এশিয়ান হাইওয়ে হওয়ার পর থেকেই ভোল বদলেছে গোটা এলাকার। আন্তঃরাষ্ট্রীয় সীমান্তের সঙ্গে…

7 mins ago

Andhra Pradesh | মুখোমুখি সংঘর্ষের পরই বাস-লরিতে আগুন, মৃত ৬, জখম ২০

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লরির সঙ্গে বাসের সংঘর্ষে দাউদাউ করে জ্বলে উঠল দুটি গাড়িই। ঘটনায় …

15 mins ago

Madarihat | দুই দশক ধরে বক আগলে মাস্টারপাড়ার বকবুড়ি

মোস্তাক মোরশেদ হোসেন, রাঙ্গালিবাজনা: মুজনাই নদীর পাড়ের মহল্লাটায় পাশাপাশি দুটি বাঁশঝাড়ে অগুনতি বক। স্থানীয়রা বলছেন,…

32 mins ago

CBSE Class 10th Result | সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় নজরকাড়া ফল চালসার স্নেহার

চালসা: সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় (CBSE Class 10th Result) ভালো ফল করে তাক লাগাল জলপাইগুড়ির…

37 mins ago

Buxa Tiger Reserve | চড়া রোদে পাহাড়ি নদী, ঝোরা শুকিয়ে কাঠ, ট্যাংকার থেকে জল কৃত্রিম জলাধারে

মণীন্দ্রনারায়ণ সিংহ, আলিপুরদুয়ার: বন্যপ্রাণীদের তেষ্টা মেটাতে আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছে বন দপ্তর। বক্সা টাইগার রিজার্ভ…

44 mins ago

Lift Collapse | তামার খনিতে ছিঁড়ে পড়ল লিফট, আটকে ১৪ জন, পরে উদ্ধার

জয়পুর: হিন্দুস্থান কপার লিমিটেডের কোলিহান খনিতে লিফট ছিঁড়ে পড়ল। মঙ্গলবার রাতে রাজস্থানের ঝুনুঝুনু জেলায় এই…

1 hour ago

This website uses cookies.