কালিয়াচক: ভিমরুলের কামড়ে মৃত্যু হল এক কৃষকের। জখম হয়েছেন পরিবারের আরও চার সদস্য। সোমবার ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির নলদাহাড়ি গ্রামে। মৃতের নাম খগেন মণ্ডল (৬৫)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন নিজের জমিতে কাজ করতে গিয়েছিলেন খগেন মণ্ডল। সেই সময় ঝাঁকে-ঝাঁকে ভিমরুল এসে ছেঁকে ধরে তাঁকে। গুরুতর জখম হয়ে পড়েন তিনি। তাঁর চিৎকারে আশপাশের লোকজন সেখানে আসেন। খবর পেয়ে পরিবারের সদস্যরাও সেখানে আসেন। খগেনবাবুকে বাঁচাতে গিয়ে ভিমরুলের কামড়ে জখম হন তাঁর স্ত্রী চপলা মণ্ডল, ছেলে সজল (২৭) এবং দুই মেয়ে কোয়েল (২২) ও পায়েল (২১)। তড়িঘড়ি সকলকে উদ্ধার করে স্থানীয় গোলাপগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে খগেনবাবুর অবস্থার অবনতি হলে তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।