উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। তাঁর বিরুদ্ধে রয়েছে ওএমআর শিট কারচুপির অভিযোগ। তদন্তকারীদের দাবি, নম্বরে কারচুপি করতে এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে চাকরিপ্রার্থীদের নম্বরের তালিকা তৈরি করেছিলেন মানিক। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি ৬৪ বছরের পুরনো। যার নাম কোবল(COBOL)। বিশেষজ্ঞদের দাবি এই ল্যাঙ্গুয়েযে তৈরি তালিকার কোনও সিকিউরিটি নেই। যখন ইচ্ছে তখন বদলে ফেলা যায় তালিকার তথ্য।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দাবি, প্রাথমিক নিয়োগে নম্বরে কারচুপি করতেই সমস্ত ওএমআর শিট নষ্ট করে ফেলেছেন মানিক ভট্টাচার্য। নষ্ট করার আগে ওএমআর শিটের কোনও কপি রাখেননি তিনি। বদলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোবল ব্যবহার করে নম্বর সেভ করে রেখেছেন। যাতে ইচ্ছে করলেই বদলে ফেলা যায়।
কম্পিউটার বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে কোনও ক্ষেত্রেই কোবলের ব্যবহার করা যায় না। তবে কিছু আর্থিক প্রতিষ্ঠানে পুরনো কিছু কম্পিউটার রয়েছে। সেখানে কোবলের মাধ্যমে ক্রেডিট কার্ডের লেনদেনের তথ্যের মতো কিছু পরিসংখ্যান রাখা হয়। প্রযুক্তিবিদরা আরও বলছেন, কোবল ল্যাঙ্গুয়েজ একেবারেই সুরক্ষিত নয়। যে কোনও সময় তার তথ্য এডিট করা যেতে পারে। তথ্য যে এডিট করা হয়েছে তার কোনও চিহ্নও থাকে না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটিতে।