উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই বামেদের ব্রিগেড সমাবেশ(DYFI Brigade Rally)।রাজ্য জুড়ে বামেদের যুব সংগঠন DYFI এর ইনসাফ যাত্রায় মিলেছে বিপুল সাড়া।সেই বিষয় মাথায় রেখে ৭ জানুয়ারি অর্থাৎ রবিবারের সমাবেশকে ঘিরে প্রস্তুতি চলছে চূড়ান্ত পর্যায়ে। এই সমাবেশে যোগদান করতে জেলা থেকে ইতিমধ্যেই আসতে শুরু করেছেন দলীয় কর্মীরা।তাঁদের জন্য করা হয়েছে থাকা-খাওয়ার ব্যবস্থাও।
শনিবার ব্রিগেড সমাবেশের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে গেলেন বাম কর্মীরা।এবারে সমাবেশের জন্য যে মূল মঞ্চ করা হয়েছে, তার দৈর্ঘ্য ৩২ ফুট এবং প্রস্থ ২৪ ফুট।চার ফুট বাই চার ফুটের রস্টাম থাকছে মূল মঞ্চে।দলের নেতা-নেত্রীরা সেখানে দাঁড়িয়ে বক্তৃতা দেবেন।মূল মঞ্চের ডান এবং বাম দিকে দৈর্ঘ্যে ৪০ ফুট এবং চওড়ায় ৪০ ফুটের দুটি আলাদা মঞ্চ থাকছে। এই মঞ্চ দু’টিতে থাকবেন মৃত বাম কর্মীদের পরিবারের সদস্য এবং পার্টি নেতৃত্ব। লাগানো হচ্ছে প্রায় ৬৫০ মাইক।বক্তা হিসেবে থাকছেন সিপিএম(CPIM)র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, সিপিএম নেতা কলতান দাশগুপ্ত এবং প্রাক্তন যুবনেতা আভাস রায়চৌধুরীর।