কলকাতা: বিমানে আচমকাই অসুস্থ হয়ে পড়া এক সহযাত্রীর চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যের শিল্প-বাণিজ্য মন্ত্রী ডা. শশী পাঁজা। দিল্লি আইআইটিএফ-এর বেঙ্গল প্যাভিলিয়ন উদ্বোধন করে ইন্ডিগোর বিমানে দিল্লি থেকে কলকাতা ফিরছিলেন তিনি। দিল্লি থেকে কলকাতাগামী একই বিমানে ফিরছিলেন হরেকৃষ্ণ সাহা (৫৪) নামে অপর এক প্রৌঢ়। আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। সহযাত্রীর সাহায্যে ‘মেডিকেল ইমার্জেন্সি’-তে সাড়া দিয়ে এগিয়ে আসেন রাজ্যের শিল্প-বাণিজ্য মন্ত্রী তথা পেশায় চিকিৎসক পাঁজা। সাহায্যে এগিয়ে আসেন আরও এক চিকিৎসকও। বিমানের মধ্যেই ওই যাত্রীর শুশ্রূষা করেন তাঁরা। ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করলে অসুস্থ যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে।
বিমানে আচমকাই অসুস্থ সহযাত্রী, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মন্ত্রী শশী
RELATED ARTICLES