ডিওয়াইএফআইয়ের দুই নেতাকে বেধড়ক মারধর! অভিযুক্ত বিধায়ক-পুত্র

0
228

কোচবিহার: ডিওয়াইএফআই নেতা শুভ্রালোক দাস ও ইউসুফ আলিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল দিনহাটার সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার ছেলে কুন্তল রায় বসুনিয়ার বিরুদ্ধে। সোমবার রাত সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটেছে সিতাই থানার শেওড়াফুলি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। এদিন রাতেই এবিষয়ে সিতাই থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অন্যদিকে, বিধায়কের ছেলের বিরুদ্ধে ডিওয়াইএফআইয়ের দুই নেতাকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আহত নেতা তথা ডিওআইএফআইয়ের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শুভ্রালক দাস জানান, ইনসাফ যাত্রার সফলতার লক্ষ্যে সোমবার রাতে সংগঠনের তরফে সিতাই মোড়ে তাঁরা মিছিল ও পথসভা করেন। সেখানে তাঁরা বক্তব্য রাখেন। পথসভা শেষে একটি মোটরবাইকে তিনি ও ইউসুফ সিতাই থেকে দিনহাটার দিকে আসছিলেন।

অভিযোগ, শেওড়াফুলি পেট্রোল পাম্পের কাছে জগদীশ বর্মা বসুনিয়ার ছেলে কুন্তল রায় বসুনিয়ার নেতৃত্বে চার-পাঁচ জন তাঁদের পথ আটকায়। অভিযুক্তদের হাতে আগ্নেয়াস্ত্র ও লাঠি ছিল। শুভ্রালোকের দাবি, সেই সব দিয়ে অভিযুক্তরা তাঁদের উপর হামলা চালায়। বেধড়ক মারধর করে। ইউসুফ ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন। কোনওমতে একটি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে তাঁকে সিতাই হাসপাতালে নিয়ে যান শুভ্রালোক। এবিষয়ে সিতাই থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। এ ব্যাপারে বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়াকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন না তোলায় তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।