Saturday, December 2, 2023
HomeTop Newsমহিলার সঙ্গে গরবা নাচছেন মোদি! ভিডিও ভাইরাল হতেই ডিপফেক নিয়ে মুখ খুললেন...

মহিলার সঙ্গে গরবা নাচছেন মোদি! ভিডিও ভাইরাল হতেই ডিপফেক নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানার ডিপফেক ভিডিও যেদিন প্রকাশ্যে এসেছিল, সেদিন থেকেই হইচই পড়ে গিয়েছিল দেশ জুড়ে। সঙ্গে তীব্র নিন্দা করেছিলেন অনেক বিখ্যাত ব্যক্তি। এবার ডিপফেক ইস্যুতে মুখ খুললেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে ডিপফেক ভিডিও প্রসঙ্গে মোদির বক্তব্য, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই সময়ে প্রযুক্তি ব্যবহারে আরও দায়িত্ববান হতে হবে।’

এদিন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মোদি বলেন, ‘ডিপফেক ভিডিও উদ্বেগজনক। একটি ভিডিওতে আমি দেখেছি এক মহিলার সঙ্গে আমি গরবা নাচছি।কিন্তু আমি তরুণ বয়সের পর আর গরবা নাচ করিনি। আমি চ্যাটজিপিটি টিমকে নির্দেশ দিয়েছি ডিপফেক ভিডিও দেখলেই নামিয়ে ফেলার।কোনও ভাবেই যেন এই ধরনের ভিডিও ছড়িয়ে না পড়ে, সে ব্যাপারে সতর্ক থাকতেও বলেছি।’

প্রসঙ্গত উল্লেখ্য,সম্প্রতি ডিপফেক ভিডিও নিয়ে মুখ খুলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরও।এবার প্রধানমন্ত্রীও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments