উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সওকত মোল্লা-শাহজাহান শেখদের(Shaukat Mullah-Shahjahan Sheikh) থেকে সাবধানে থাকুন। সন্দেশখালিতে(Sandeshkhali) ইডির আধিকারিকদের(ED) উপর হামলার পর সংখ্যালঘু মানুষদের উদ্দেশ্যে এমনই পরামর্শ দিলেন ভাঙরের(Bhangar) আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি(ISF MLA Nausad Siddiqui)। এদিন ফুরফুরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওসাদ বলেন, “সওকত মোল্লা-শাহজাহান শেখদের থেকে সতর্ক থাকুন সংখ্যালঘু(Minority) মানুষরা। এরা নিজেদের স্বার্থে আপনাদের এগিয়ে দিচ্ছে।”
সন্দেশখালিতে ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনায় তৃণমূল শাসিত সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন ভাঙরের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। এদিন তিনি বলেন, “এই নেতারা মানুষকে ভুল পথে চালিত করছে। সংখ্যালঘু মানুষরা আপনারা বিগত দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন। কোনওরকমভাবেই শাহজাহান শেখ-সওকত মোল্লাদের দেখানো পথে হাঁটবেন না। শীতলকুচিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাঁদের পাশে কেউ দাঁড়ায়নি।”
নওসাদ আরও বলেন, “তদন্তে ভয় কিসের। যদি নির্দোষ হয় তাহলে এত ভয় কেন। তদন্তে বাধা দিচ্ছে এরা। এদের বিরুদ্ধে আইনমাফিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সওকত মোল্লা-শাহজাহানরা পঞ্চায়েত ভোটে ব্যাপক সন্ত্রাস করেছে। আজ কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের উপর আক্রমণ করল। এটা সুশাসন! গণমাধ্যম আক্রান্ত হলে দেশের গণতন্ত্র কী করে সুরক্ষিত থাকবে!”