Wednesday, May 15, 2024
HomeTop News‘আপনার বাঁদরামি আমি ছুটিয়ে দেব’, উত্তপ্ত ভাঙড়ে পুলিশ কর্মীকে হুঁশিয়ারি নৌশাদের

‘আপনার বাঁদরামি আমি ছুটিয়ে দেব’, উত্তপ্ত ভাঙড়ে পুলিশ কর্মীকে হুঁশিয়ারি নৌশাদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে ফের একবার উত্তপ্ত ভাঙড়। আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির সঙ্গে তুমুল বচসা পুলিশের। পুলিশ কর্মীকে ‘তুই’ বলে সম্বোধন করেন নৌশাদ। বুধবার হুগলির জাঙ্গিপাড়ায় পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে তুমুল বচসা বাঁধে। শাসক দলের কর্মীরা আইএসএফ কর্মীদেরকে লক্ষ্য করে বোম মারে বলে অভিযোগ। বোমের আঘাতে ৫ জন আইএসএফ কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবারও একই কারণে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। এই পরিস্থিতিতে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এক পুলিশকর্মীর দিকে আঙুল উঁচিয়ে নওশাদ বলেন, ‘আপনার বাঁদরামি আমি ছুটিয়ে ফেলব।’ পাল্টা পুলিশকর্মীও প্রতিবাদ করে বলছেন, ‘বাঁদরামি কী হয় দেখা যাবে। আপনাকে তুই করে বলার অধিকার কে দিয়েছে?’ কিন্তু এরই মধ্যে আরও একটি ভিডিওতে দেখা যায়, এক পুলিশকর্মী আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর বাড়ির দিকে ঢিল ছুড়ছেন। পুলিশের দাবি, ঢিল ছোড়া হয়নি। অন্যদিকে বিধায়ক দাবি করেন, তাঁর বাড়িতে ইট ছুঁড়ে জানলার কাঁচ ভেঙে দেওয়া হয়েছে।

জানা যায়, ফুরফুরা পঞ্চায়েতে বোর্ড গঠনের কথা বৃহস্পতিবার। এখানে আসন রয়েছে ২৯টি। ২৯টির মধ্যে ২৪টি আসনে জয়লাভ করেছে তৃণমূল। ৫ টি আসন পেয়েছে বাম-আইএসএফ মিলিতভাবে। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর এলাকা থেকে উদ্ধার হয়েছিল ব্যালট পেপার। যার কারণে জাঙ্গিপাড়ার বিডিও-কে তলব করা হয়েছিল আদালতে। মামলা এখনো বিচারাধীন। এসবের মধ্যেই শাসক দল বোর্ড গঠনের সিদ্ধান্ত নেয়। কিন্তু সকাল থেকেই ব্যাপক উত্তেজনা শুরু হয় এলাকায়। পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়, যাতে শাসক দলের জয়ী প্রার্থীরা বোর্ড গঠন না করতে পারে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

India Tour By Bicycle | দু চাকায় ভর করে ভারত ভ্রমণ, যুবকের উদ্দেশ্য জানলে...

0
শিলিগুড়ি: মা দিয়েছিলেন ৫০০ টাকা। সেই ৫০০ টাকা কে সম্বল করেই দেশ ভ্রমণে (India tour) বেরিয়েছেন বাঁকুড়ার বিপ্লব সিং। মাথাভাঙ্গা (Mathabhanga) পেরিয়ে শিলিগুড়ি (Siliguri)...

Brown sugar seized | প্রায় ৮ কেজি ব্রাউন সুগার ও ৩২ লক্ষ টাকা সহ...

0
মালদা: ৭ কেজি ৯০০ গ্রাম ব্রাউন সুগার (Brown sugar seized) ও ৩২ লক্ষ টাকা সহ পাচারচক্রের পান্ডাকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ (Kaliachak police...

Malda | ভিনরাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু মালদার শ্রমিকের

0
হরিশ্চন্দ্রপুর: ভিনরাজ্যে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরের এক ব্যক্তির (Migrant Worker Death)। মৃতের নাম শেখ কেতাবুদ্দিন (৫৪)। বাড়ি হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur)...

Lok Sabha Election 2024 | বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

0
কাঁথি: এক বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ উঠল। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ঘটনা। আক্রান্তের নাম সুব্রত বাগ। এলাকায় তিনি সক্রিয় বিজেপি কর্মী বলেই পরিচিত।...

Huge cash recovered | আয়কর দপ্তরের অভিযানে বিপুল টাকা, কেজি কেজি সোনা উদ্ধার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ১৭০ কোটি টাকা! মহারাষ্ট্রের (Maharashtra) নান্দেড়ে আয়কর দপ্তরের অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা (Huge cash recovered)। উদ্ধার হয়েছে কেজি...

Most Popular