Sunday, May 19, 2024
HomeBreaking Newsপ্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক নীরজের, ইতিহাস গড়লেন ‘সোনার ছেলে’

প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক নীরজের, ইতিহাস গড়লেন ‘সোনার ছেলে’

বুদাপেস্ট: ইতিহাস লিখতে বাকি ছিল একধাপ। ‘সোনার ছেলে’ জিতলেন স্বর্ণপদক। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতলেন নীরজ চোপড়া। জ্যাভলিন থ্রো-র ফাইনালে ৮৮.১৭ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়লেন নীরজ।

সাধারণত নীরজ নিজের প্রথম থ্রোতেই সব থেকে দূরে জ্যাভলিন ছোড়েন। যোগ্যতা অর্জন পর্বে ৮৮.৭৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে এক থ্রোয়েই বাজিমাত করে দিয়েছিলেন তিনি। সেই থ্রোয়ের কারণে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জনও করে ফেলেন ভারতের ‘সোনার ছেলে’। কিন্তু ফাইনালে প্রথম থ্রোটি ফাউল করে ফেলেন নীরজ। তবে দ্বিতীয় থ্রোতে আর ভুল করেননি। ৮৮.১৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়েই চিৎকার করে ওঠেন তিনি। নিজেই বুঝতে পারছিলেন, থ্রো ভাল হয়েছে। প্রথম তিনটি থ্রোয়ের পরে এক নম্বরে ছিলেন তিনি। নীরজের তৃতীয় থ্রোয়ের দূরত্ব ছিল ৮৬.৩২ মিটার। চতুর্থ ও পঞ্চমবার নীরজের থ্রোয়ের দূরত্ব ছিল যথাক্রমে ৮৪.৬৪ ও ৮৭.৭৩ মিটার।

জ্যাভলিনের ফাইনালে তিনজন ভারতীয় জায়গা করে নিয়েছিলেন। নীরজ ছাড়াও ছিলেন কিশোর জেনা এবং ডিপি মানু। ফাইনালে তাঁরা শেষ করলেন পঞ্চম এবং ষষ্ঠ স্থানে। কিশোর জেনার থ্রো ছিল ৮৪.৭৭ মিটার। ডিপি মানুর থ্রো ছিল ৮৪.১৪ মিটার। ফাইনালে প্রথম তিনটি থ্রোয়ের পর সেরা আট জনকে বেছে নেওয়া হয়। তাঁরা আরও তিনটি করে থ্রো করার সুযোগ পান। মোট ছ’টি থ্রোয়ের পরও নীরজকে টপকাতে পারেননি কেউ। পাকিস্তানের আরশাদ নাদিম ৮৭.৮২ মিটার জ্যাভলিন ছুঁড়ে দ্বিতীয় স্থানে শেষ করেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ৭ অগাস্ট অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে সোনা এনে দিয়েছিলেন নীরজ। হয়ে উঠেছিলেন ভারতের ‘সোনার ছেলে’। সেইদিনটি ভুলতে পারবেন না ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। নীরজের পদকের ঝুলিতে রয়েছে এশিয়ান গেমস গোল্ড মেডেল, কমনওয়েলথ গেমসে গোল্ড মেডেল, ডায়মন্ড লিগের খেতাব, এশিয়ান চ্যাম্পিয়শিপে সোনা ও অনূর্ধ্ব ২০-র খেতাব। এবার সেই তালিকায় যোগ হল বিশ্ব চ্যাম্পিয়শিপে সোনা।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Madarihat | মাদারিহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পূর্ণবয়স্ক মাকনা হাতির

0
রাঙ্গালিবাজনা: একটি পূর্ণবয়স্ক মাকনা হাতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে মাদারিহাটের (Madarihat) খয়েরবাড়ি গ্রামপঞ্চায়েতের ইসলামাবাদ মৌজায়। রবিবার সকালে হাতিটির দেহ পড়ে...

Weather Report | উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

0
সানি সরকার, শিলিগুড়ি: উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সংক্রান্ত সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর (Weather report)। আজ পাহাড়ের পাশাপাশি সমতলের বেশ কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।...

IPL | ধোনির চেন্নাইকে হারিয়ে আইপিএলের চতুর্থ দল হিসাবে শেষ চারে বেঙ্গালুরু

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএলের চতুর্থ দল হিসাবে প্লে অফে উঠল বেঙ্গালুরু। বেঙ্গালুরু বনাম চেন্নাইয়ের  গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন...

Siliguri | তিস্তায় জলস্তর বেড়ে আটক ২, উদ্ধারে শুরু তৎপরতা

0
শিলিগুড়ি: পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে তিস্তার জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় বিপত্তি ঘটলো রংপোতে। নদীতে আটকে পড়লেন দু'জন। তবে তাঁরা স্থানীয় না পর্যটক তা স্পষ্ট...

Patiram | ঘুমের মধ্যেই বেহুঁশ করে চুরি, যাওয়ার আগে আইসক্রিম খেলো চোরের দল

0
পতিরাম: এ যেন ফিল্মি কায়দায় চুরি। পরিবারকে গ্যাস স্প্রে করে অচৈতন্য করে বাড়ির সর্বস্ব চুরি করল চোরের দল। যাওয়ার আগে খেয়ে গেল আইসক্রিম। নগদ...

Most Popular