Tuesday, May 14, 2024
HomeTop NewsNetaji Birth Anniversary | মূর্তি নেই, চাপের মুখে ফাঁকা বেদি সাজিয়ে নেতাজি...

Netaji Birth Anniversary | মূর্তি নেই, চাপের মুখে ফাঁকা বেদি সাজিয়ে নেতাজি স্মরণ, বিতর্কে প্রশাসন

চাঁচলঃ দেশনায়ক সুভাষচন্দ্র বসু (Netaji Subhash Chandra Bose)। দেশবাসীর কাছে আবেগের অপর নাম নেতাজি। কিন্তু মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে (Netaji Birth Anniversary) দিনভর লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল চাঁচল। চাঁচলের ইতিহাসে প্রথমবার নেতাজি মোড়ে নেতাজির আবক্ষমূর্তিবিহীন (idol) জন্মজয়ন্তী পালন হল। আর সেই জন্মজয়ন্তী পালনেও থেকে গেল একাধিক বিতর্ক। যে ঘটনা মাথা হেট করেছে চাঁচলের। সামনে এনে দিয়েছে প্রশাসন এবং জনপ্রতিনিধিদের চূড়ান্ত উদাসীনতা (administration is in controversy)।

চাঁচলের প্রাণকেন্দ্র নেতাজি মোড়। যে মোড়ের একদম মাঝখানে থাকত নেতাজির একটি আবক্ষ মূর্তি। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে নেতাজি মোড়ের সৌন্দর্যায়নের উদ্যোগ নেয় মালদা জেলা পরিষদ। নেতাজির পুরোনো আবক্ষ মূর্তিটি সরিয়ে দেওয়া হয়। বলা হয় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের থাকা নেতাজির মূর্তির আদলে এখানে নেতাজির নতুন মূর্তি বসবে। তারপর সেই মূর্তি বসানো হলেও উন্মোচন হওয়ার আগেই শুরু হয় বিতর্ক। এলাকাবাসীর অভিযোগ, নতুন মূর্তিটি বিকৃত এবং নিম্নমানের। সামাজিক মাধ্যমেও ঝড় উঠে মূর্তির গুণগত মান নিয়ে। তারপর চাপে পড়ে সেই মূর্তি সরিয়ে নেয় জেলা পরিষদ। এলাকাবাসীর আশা ছিল হয়ত নেতাজির জন্ম জয়ন্তীর আগে নতুন মূর্তি বসে যাবে। কিন্তু সেটা না হওয়ায় মঙ্গলবার সকাল থেকেই ব্যাপক ক্ষোভ ছড়ায় এলাকার মানুষের মধ্যে। অনেকেই মাল্যদান করতে এসে ঘুরে যায়। এমনকি চাঁচলের বিভিন্ন স্কুল ফি বছর প্রভাতফেরী করে এসে নেতাজির মূর্তিতে মাল্যদান করে। ছাত্র-ছাত্রীরাও এসে ঘুরে যেতে থাকে। মানুষের ক্ষোভের আঁচ করতে পেরে সকাল সাড়ে দশটা নাগাদ বিলম্বিত বোধোদয় হয় চাঁচল পঞ্চায়েতের। পঞ্চায়েতের গুটিকয়েক জনপ্রতিনিধি এসে যে বেদির উপর আবক্ষ মূর্তি স্থাপন হবে সেই বেদি মালা দিয়ে সাজান। সেখানে নেতাজির একটি ছবি রেখে তাতে মাল্যদান করে জন্মজয়ন্তী পালন করেন তাঁরা।

কিন্তু তার কিছুক্ষণ পরেই ঘটে বিপত্তি। স্থানীয় এক বাসিন্দা মহম্মদ তৌহিদ নূর হঠাৎই এসে যে মালাগুলো দিয়ে বেদি সাজানো হয়েছিল সেই মালা গুলো ছিঁড়ে দেন। আশে পাশে থাকা ট্রাফিক পুলিশের ফুলের টব ভেঙে দেন। তার অভিযোগ কেন নেতাজির এত অবমাননা হবে। যেখানে আবক্ষ মূর্তিই নেই সেই বেদিতে মালা দিয়ে কি লাভ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায় থানায়। তারপর এদিন বিকেলে প্রশাসন এবং জেলা পরিষদের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে নেতাজি মোড়ে অবস্থান বিক্ষোভ করে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

স্থানীয় বাসিন্দা দীপক চ্যাটার্জির মতে, “এতদিন ধরে আবক্ষ মূর্তি নিয়ে টালবাহানা করছে। নেতাজি কে নিয়ে ছেলেখেলা করছে। আজকের দিন চাঁচলের কালো দিন।”

চাঁচল সিদ্ধেশ্বর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আসারারুল হকের বক্তব্য,” আমার স্কুলের ছাত্র-ছাত্রীরাও আজ আসতে পারল না মালা দিতে। প্রশাসনের উদ্যোগ নিয়ে জন্মজয়ন্তীর আগে অবশ্যই নতুন আবক্ষমূর্তি বসানো উচিত ছিল। এটাকে সামাজিক অবক্ষয় বলব।”

জেলা পরিষদের সহকারি সভাধিপতি এটিএম রফিকুল হোসেনের সাফাই,”নতুন মূর্তি আগামী ১০ দিনের মধ্যে স্থাপন হবে।এর আগের মূর্তি নিয়ে যেহেতু একটু সমস্যা হয়েছিল তাই এক্ষেত্রে সময় লাগছে। আজকে যা ঘটল তা অত্যন্ত নিন্দনীয়।”

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Mamata Banerjee | ‘রোজ বলছে তৃণমূল চোর! মানহানির মামলা করব’, হুঁশিয়ারি মমতার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চোর চোর স্লোগান দিলে এবার থেকে আর বরদাস্ত করা হবে না। প্রয়োজনে মানহানি মামলা করা হবে। স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূল...

Bison attack | রুইডাঙ্গায় লোকালয়ে ফের বাইসনের হানা

0
ঘোকসাডাঙ্গা: ফের এলাকায় বাইসনের হানা (Bison attack)। মঙ্গলবার মাথাভাঙ্গা ২ (Mathabhanga) এর রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের রামঠেঙ্গা নামাপাড়া এলাকায় হানা দেয় বাইসন। পূর্ণ বয়স্ক বাইসনের...

Jalpaiguri | সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু চোরাকারবারির!

0
রাজগঞ্জ: রাতের অন্ধকারে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে এক চোরাকারবারির মৃত্যুর অভিযোগ উঠল। মৃতের নাম কাজিরুল হক। বাড়ি জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার রাজগঞ্জ (Rajganj) থানার কুকুরজান...

Fire at Income Tax Office | ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লির আয়কর অফিসে, আহত ১

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লির আয়কর অফিসে অগ্নিকাণ্ড। মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ আইটিও মোড়ের কাছে সিআর বিল্ডিংয়ে আগুন লাগে। এই ঘটনায় আহত হয়েছেন এক...

Kerala | বিনোদন পার্কে মহিলার যৌন হেনস্তা, গ্রেপ্তার কেরালার অধ্যাপক

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিনোদন পার্কের ভেতর এক মহিলাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার করা হল কেরালা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপককে। পুলিশসূত্রে জানা গেছে,...

Most Popular