কার্শিয়াং: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মবার্ষিকী (Birth Anniversary) পালিত হল গিদ্দাপাহাড় ‘নেতাজি মিউজিয়ামে’। উপস্থিত ছিলেন কার্শিয়াংয়ের (Kurseong) এসডিও অগাধ সিংঘল। প্রসঙ্গত, ১৯৩৬ সালে কার্শিয়াঙের গিদ্দা পাহাড়েই দাদা শরৎ বসুর এই বাড়িতে নেতাজিকে গৃহবন্দি করে রাখা হয়েছিল। এখানে তিনি প্রায় ছয় মাস ধরে গৃহবন্দি অবস্থায় ছিলেন। এই সময়ে নেতাজি তাঁর জার্মান স্ত্রী এমিলি শেঙ্কল, জওহরলাল নেহেরু ও রবীন্দ্রনাথ ঠাকুরকে একগুচ্ছ চিঠি লেখেন। ২০০৫ সালে এই বাড়িটি কলকাতা যাদুঘরের পৃষ্ঠপোষকতায় ‘নেতাজি মিউজিয়ামে’ পরিণত হয়। নেতাজির লেখা সব চিঠি এখানে যত্ন সহকারে সংরক্ষিত আছে। এদিন গিদ্দাপাহাড়ে নেতাজির স্মৃতিবিজড়িত সেই বাড়িতেই স্মরণ করা হয় দেশনায়ককে। উপস্থিত বিশিষ্টজনেরা একে একে নেতাজীর স্মৃতিচারণ করেন।