Saturday, September 23, 2023
Homeরাজ্যদক্ষিণবঙ্গদিল্লি হাইকোর্টে পিছোল সুকন্যার জামিনের আর্জির শুনানি, নতুন তারিখ ২৭ সেপ্টেম্বর

দিল্লি হাইকোর্টে পিছোল সুকন্যার জামিনের আর্জির শুনানি, নতুন তারিখ ২৭ সেপ্টেম্বর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পিছিয়ে গেল অনুব্রত কন্যা সুকন্যার জামিনের শুনানি। সুকন্যা মণ্ডলের আইনজীবীর অনুপস্থিতির কারণে দিল্লি হাইকোর্টে জামিনের মামলার শুনানি পিছিয়ে আগামী আগামী ২৭ সেপ্টেম্বর করার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মা।

২০২২ সালের ১১ অগাস্ট গোরুপাচার মামলায় সিবিআই গ্রেপ্তার করে অনুব্রত মণ্ডলকে। বীরভূমের তৃণমূল নেতা আসানসোল কেন্দ্রীয় সংশোধনারগারে বন্দি ছিলেন দীর্ঘদিন। শেষমেশ দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশেই অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হয় তিহাড় জেলে। আর এই গোরু পাচার মামলায় বাবার গ্রেপ্তারির আটমাস পর ইডির হাতে গ্রেপ্তার হন সুকন্যা।

যদিও এর আগেও সুকন্যা মণ্ডল জামিনের আবেদন করেছিলেন কিন্তু তা খারিজ হয়ে যায়।টাকার অভাবে মামলা লড়তে পারছেন না বলে কয়েক মাস আগে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়ে সুকন্যা বলেছিলেন, ‘পশ্চিমবঙ্গে এসে তিনি যাতে মামলা লড়ার টাকা জোগাড় করতে পারেন, তার জন্য তাকে জামিন দেওয়া হোক।’ কিন্তু আবেদনের বিরোধিতা করে ইডি বলেছিল, ‘পশ্চিমঙ্গে ফিরে অনুব্রতর কন্যা তথ্যপ্রমাণ লোপটের চেষ্টা করতে পারেন। তারপরে সেই আবেদন খারিজ করেন বিচারক।’

উল্লেখ্য, সুকন্যা মণ্ডল ছিলেন ভোলে বোম রাইস মিলের অন্যতম ডিরেক্টর। শুধু তাই নয় জমি সহ বিপুল পরিমাণ সম্পত্তির হদিশও পাওয়া যায় সুকন্যার নামে। তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে চান ‘একজন সাধারণ শিক্ষিকার এত বিপুল সম্পত্তি কী ভাবে হল?” যদিও এর সদুত্তর দিতে পারেননি সুকন্যা। এরপরই অনুব্রত কন্যা ইডি হেফাজতে যান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments