উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সদ্য সাত পাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। তারপরই বিদেশে গিয়েছিলেন মধুচন্দ্রিমায়। তবে মধুচন্দ্রিমা থেকে আর ফেরা হল না নবদম্পতির। সমুদ্রে ওয়াটার বাইক উলটে গিয়ে মৃত্যু হল চিকিৎসক দম্পতির।
জানা গিয়েছে, মৃতদের নাম লোকেশ্বরণ এবং বিবুষ্ণিয়া। তাঁরা চেন্নাইয়ের বাসিন্দা। ১ জুন গাটছড়া বেঁধেছিলেন তাঁরা। দু’জনেই পেশায় চিকিৎসক। বিয়ের পর মধুচন্দ্রিমা উপলক্ষ্যে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, বালির সমুদ্রে ওয়াটার বাইক নিয়ে ফটোশুট করছিলেন দম্পতি। তখনই দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দম্পতি সমুদ্রে ওয়াটার বাইকে চড়ছিলেন। সেইসময় ফটোশুট চলছিল। আচমকা সেই ওয়াটার বাইকটি হোঁচট খেয়ে দু’জনকে নিয়ে সমুদ্রের গভীরে চলে যায়। তারপর জলে উলটে যায়। স্বামী, স্ত্রী দু’জনেই সমুদ্রের জলে তলিয়ে যান। ঘটনার পর শুক্রবার যুবকের দেহ উদ্ধার করা হয়। কিন্তু তরুণীর দেহ সেদিন পাওয়া যায়নি। পরবর্তীতে শনিবার উদ্ধার হয়। দুর্ঘটনার খবর পেয়ে বালিতে পৌঁছোয় দম্পতির পরিবারের সদস্যরা। দেহ চেন্নাইতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু বালি থেকে সরাসরি চেন্নাইয়ের কোনও বিমান না থাকায় দেহ দু’টি মালয়েশিয়া হয়ে চেন্নাইতে এসে পৌঁছোবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।