Thursday, May 9, 2024
HomeExclusiveSiliguri | অসাড় শরীর, সংসার চালাতে ইশারায় লটারির টিকিট বেচেন নৌশাদ

Siliguri | অসাড় শরীর, সংসার চালাতে ইশারায় লটারির টিকিট বেচেন নৌশাদ

হুইলচেয়ারটা ঠেলে এগিয়ে চলছিলেন বছর বাইশের ছেলেটি।

শমিদীপ দত্ত, শিলিগুড়ি: কোমর থেকে শরীর তাঁর অসাড়। পায়ে ভর করে দাঁড়ানোর ক্ষমতা নেই। বলতে পারেন না কথাও। তারপরেও এক পায়ে জুতো পরেই কোনওভাবে হুইলচেয়ারটা ঠেলে এগিয়ে চলছিলেন বছর বাইশের ছেলেটি। হাতে তাঁর রয়েছে গুটিকয়েক লটারির (Lottery) টিকিট। পথচলতি মানুষের কাছে টিকিট ঠেকিয়ে কোনওভাবে বোঝানোর চেষ্টা করছিলেন, ‘একটা টিকিট নেবেন?’ মহম্মদ নৌশাদের এই লড়াই দেখে অনেকেই টিকিট নিয়ে নেন। জানার চেষ্টা করেন, ‘এভাবে লড়াই কেন? বাড়িতে কে আছে?’ চোখ বড় বড় করে অনেক কিছুই যেন বলতে চান নৌশাদ।

কী বলতে চান? তা জানতে টিকিয়াপাড়ায় তাঁর বাড়ি যেতেই চারদিকে শুধুই অসহায়তার ছবি। ঘরের মধ্যেই একপাশে জামাকাপড় ইস্ত্রির ছোট দোকানটায় দাঁড়ানো নৌশাদের মা জাকিলা বেগমের চোখে জল, ‘সব ঠিক ছিল। করোনার সময় স্বামী মহম্মদ শাহিদ মারা যাওয়ার পরেই সবটা যেন বদলে গেল।’

বাড়ির দেওয়ালের বিভিন্ন জায়গায় ফাঁক রয়েছে। ছোট দুই ঘরের ওই টিনের চালের বাড়িতেই মা, দুই বোন ও এক ভাইয়ের সঙ্গে থাকেন নৌশাদ। এক দিদির বিয়ে হয়ে গিয়েছে। ঘরের সঙ্গে থাকা ইস্ত্রির ওই দোকানে কাজ করে সংসার চালাতেন মহম্মদ শাহিদ। তবে করোনার সময় আচমকা শাহিদের মৃত্যু সবকিছু ওলট-পালট করে দিয়েছে। অর্থনৈতিক কষ্ট এতটাই জাঁকিয়ে বসে যে বাড়ির ছোট ছেলে মহম্মদ আজাদ পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েই পড়াশোনা ছেড়ে দেয়। দুই বোন অবশ্য এখনও সামসিয়া হাই মাদ্রাসায় পড়তে যায়। ইস্ত্রির কাজের দায়িত্ব জাকিলা নিলেও অর্ডার আগের মতো আসে না। মা, ভাই, বোনের কষ্ট দেখে বাড়ির বাইরে বেরিয়ে সংসারের জন্য কিছু করার সিদ্ধান্ত নেন মহম্মদ নৌশাদ। লটারির টিকিট বিক্রিকেই পেশা করে নেন তিনি। নৌশাদ কোনওভাবে হুইলচেয়ার ঠেলতে ঠেলতে টিকিয়াপাড়া থেকে এসএফ রোড (SF Road) পর্যন্ত চলে যান। পথচলতি মানুষকে হাতের ইশারায় অনুরোধ করেন। তাও একশোটার মতো লটারির টিকিট বিক্রি করে ফেলেন। জাকিলা বলছিলেন, ‘উপার্জন করা টাকা অনেক সময় নৌশাদ নিয়ে ফেরার সময় কিছু দুষ্কৃতী সেটা ছিনিয়ে নেয়। তাই মাঝেমধ্যে আমি ওকে খুঁজতে বের হই। ও ঠিক রয়েছে কি না, সেটা জানার জন্য।’ তবে এসবকিছুর মধ্যেও বেরিয়ে আসে, অর্থনৈতিক কষ্ট ও বঞ্চনার কথা।

নৌশাদের দিকে তাকিয়েই জাকিলা বলে চললেন, ‘র‍্যাশনে পাওয়া চাল, নৌশাদের বিশেষভাবে সক্ষমের ভাতা দিয়েই সংসার চলে। মাসে সব মিলিয়ে চার হাজার টাকাও ওঠে না। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ফর্ম ফিলআপ করেছিলাম। এখনও সে সুবিধার আওতায় পড়িনি।’ ওয়ার্ড কাউন্সিলার সম্প্রীতা দাস বলছিলেন, ‘আসলে জাকিলার কাগজপত্র বিহারের হওয়ায় লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা দেওয়া যাচ্ছে না। তবে আমরা ওই পরিবারের পাশে সবসময় থাকার চেষ্টা করছি।’ আর এসবকিছুর মধ্যেই নৌশাদ করুণ চোখে লটারির টিকিট এগিয়ে ইশারায় বলার চেষ্টা করলেন, ‘একটু লটারির টিকিট নিয়ে আমাদের পাশে দাঁড়ান।’

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

HS Result 2024 | বাবা পানের দোকান চালান, অদম্য জেদকে সঙ্গী করেই উচ্চমাধ্যমিকে ভালো...

0
জলপাইগুড়ি: ইচ্ছে পুলিশ হওয়ার। সেই ইচ্ছে কতটা পূরণ হবে জানে না সদ্য উচ্চমাধ্যমিকে (HS Result 2024) ৮৮.৮ শতাংশ নম্বর পেয়ে পাশ করা জলপাইগুড়ির রূপসা...

Siliguri | রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে আচমকাই আগুন, যা হল তারপর…

0
শিলিগুড়ি: রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে আচমকাই আগুন (Fire)। শিলিগুড়ির (Siliguri) শক্তিগড় এলাকার ঘটনা। বৃহস্পতিবার শক্তিগড় ৩ নম্বর রাস্তায় একটি বাড়ির সামনে গাড়িটি দাঁড়িয়ে ছিল। জানা...

HS Result 2024 | বিরল রোগে বেঁকে গিয়েছে মেরুদণ্ড, হার না মেনে উচ্চমাধ্যমিকের ফলে...

0
বালুরঘাট: বেঁকে যাওয়া মেরুদণ্ডকে সঙ্গী করে উচ্চমাধ্যমিকে ৪৮২ নম্বর পেয়ে তাক লাগাল বালুরঘাটের জয়দীপ সামন্ত। সে গত তিন বছর ধরে অ্যানকিওলজিং স্পন্ডেলাইটিসের সঙ্গে লড়াই...

Cattle smuggling case | কিশনগঞ্জে সক্রিয় গোরু পাচারচক্র, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ছবি

0
 কিশনগঞ্জ: কিশনগঞ্জে (Kishanganj) সক্রিয় গোরু পাচারচক্র (Cattle smuggling case)। বুধবার রাতে ঠাকুরগঞ্জের হাসপাতাল মোড়ের কাছে চারচাকার গাড়িতে বোঝাই করে গোরু পাচারের জন্য নিয়ে যাওয়া...

Adrit-Kaushambi Marriage | লক্ষ্মীবারে চার হাত এক হচ্ছে আদৃত-কৌশাম্বীর, প্রকাশ্যে হবু বরের গায়ে হলুদের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। লক্ষ্মীবারে চার হাত এক হতে চলেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আদৃত রায় এবং কৌশাম্বী চক্রবর্তীর। বৃহস্পতিবার সকালে...

Most Popular