Sunday, May 12, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গছবি-ভাস্কর্যের যুগলবন্দি মেলায়, অংশ নিয়েছেন শতাধিক শিল্পী

ছবি-ভাস্কর্যের যুগলবন্দি মেলায়, অংশ নিয়েছেন শতাধিক শিল্পী

বালুরঘাট: হিমের পরশ গায়ে মেখে বালুরঘাটে জমে উঠল ছবি মেলা। যেখানে জেলা ও জেলার বাইরের শতাধিক শিল্পী অংশ নিয়েছেন। শুক্রবার থেকে শুরু হওয়া এই ছবি মেলার দ্বিতীয় দিন ছিল শনিবার। যা চলবে রবিবার পর্যন্ত। যেখানে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন মাধ্যমে হাতে আঁকা ছবি ও ভাস্কর্য। প্রথম দিন এই ছবি মেলার উদ্বোধন করেন বালুরঘাটের বিশিষ্ট চিত্রশিল্পী মাধাই সরকার, তাপস রায় ও পুরসভার কাউন্সিলর পল্লব দাস সহ অন্যান্যরা।

রথতলা এলাকায় মন্মথ নাট্যচর্চা কেন্দ্রের আর্ট গ্যালারিতে চলছে বালুরঘাট ছবি মেলা ও প্রদর্শনী ২০২৩। আর্টিস্ট ফ্যামিলি শিল্পী সংস্থার তরফে এই ছবি মেলার আয়োজন করা হয়েছে। তিনদিনের ছবি মেলায় দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রবেশ অবাধ রয়েছে। প্রদর্শনীর পাশাপাশি কোনও ছবি পছন্দ হলে দর্শকরা তা নির্ধারিত মূল্যে কিনে নিতে পারবেন। এমন সুবিধাও রাখা হয়েছে এই মেলায়। ছবির ক্ষেত্রে ১০০০ টাকা থেকে ৮ হাজার টাকা পর্যন্ত মূল্য রয়েছে। ভাস্কর্যের ক্ষেত্রে যা রয়েছে ১০০০০ টাকা পর্যন্ত। বিভিন্ন ক্যানভাসের উপরে চিত্রশিল্পীদের কেউ জল রং, তেল রং আবার কেউ পেনসিল স্কেচ বা অ্যাক্রিলিকের অনবদ্য ছবি এঁকেছেন। যেসব ছবি রীতিমতো তাক লাগিয়েছে বালুরঘাটবাসীকে। তাছাড়াও, দর্শকদের নজর কেড়েছে একাধিক ভাস্কর্য। পাশাপাশি, বাংলার লোক সংস্কৃতিও বিভিন্ন ছবি ও ভাস্কর্যের মাধ্যমে উঠে এসেছে এই মেলায়। ছবি প্রদর্শনীতে দক্ষিণ দিনাজপুর জেলার বাইরের শিল্পীরাও অংশগ্রহণ করেছেন। কোচবিহার, জলপাইগুড়ি, চুঁচুড়া, শিলিগুড়ি, কালিয়াগঞ্জ ও কলকাতার শিল্পীদের ছবি স্থান পেয়েছে এই ছবি মেলায়। জেলার মধ্যে তপন, বুনিয়াদপুর, হিলির ছবিও রয়েছে। মোট ১৫০টি ছবি ও দশটি ভাস্কর্য রয়েছে এখানে। তাছাড়াও আর্ট গ্যালারিতে ঢুকতেই রাস্তার উপরেই সাজানো রয়েছে একাধিক ছবি।

রঘুনাথপুরের শিল্পী সুজয় দে সরকার বলেন, ‘চারকোল, এক্রেলিক মাধ্যমে ছবি আঁকি বেশি। শুধু পেনসিলের ওপরও নির্ভর করে আঁকি। প্রায় নয় বছর ধরে ছবি এঁকে চলেছি। বালুরঘাট ছাড়াও শিলিগুড়ি ও কলকাতার ছবি মেলায় ছবি প্রদর্শিত হয়েছে।’

ভাস্কর্য শিল্পী ও মেলার আয়োজক ভাস্কর বসাক বলেন, ‘কোনও বিষয় ভিত্তিক নয়, ওপেন থিম রাখা হয়েছিল। ইনডোর ও স্ট্রিট এক্সিবিসশন রয়েছে। আমার মাটির, বিভিন্ন ধরনের কেমিক্যাল ও প্লাস্টার প্যারিসে ভাস্কর্য রয়েছে। ২৫ বছর ধরে এই কাজ করে চলেছি। এখন মাইথোলজি নিয়ে কাজ করছি। ছবি মেলায় শহরবাসীর ব্যাপক সাড়া পেয়েছি।’

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Adrit-Kaushambi | আদৃত-কৌশাম্বির রিসেপশন জমজমাট, রংমিলান্তি পোশাকে নবদম্পতি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত বৃহস্পতিবার চারহাত এক হয়েছে জনপ্রিয় তারকা জুটি আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তীর (Adrit-Kaushambi)। শনিবার সন্ধ্যায় বসেছিল নবদম্পতির রিসেপশনের (Reception)...

POK | বিক্ষোভে উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর, নিহত অন্তত ৩

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিক্ষোভে উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর (POK)। জনঅসন্তোষ প্রতিরোধ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে যায় পাক পুলিশ ও আধাসেনা। রীতিমতো একে...

Siliguri | বন্ধ প্রাথমিক স্কুলে বসছে নেশার আসর, পুলিশকে চিঠি পাঠানোর উদ্যোগ সংসদের

0
সাগর বাগচী, শিলিগুড়ি: সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে এখন গরমের ছুটি চলছে। বন্ধ স্কুলগুলি সমাজবিরোধীরা কার্যত নেশার মুক্তাঞ্চলে পরিণত করেছে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলিতে।...
banks of the Sahu river filled with garbage

আবর্জনায় ভর্তি সাহু নদীর চর, সাফাইয়ের উদ্যোগ এলাকাবাসীর

0
শিলিগুড়ি: ছোট ফাপড়ির সাহু নদীর চর সহ জঙ্গল এলাকা ক্রমেই ডাম্পিং গ্রাউন্ড হয়ে দাঁড়াচ্ছে। এই অবস্থায় স্থানীয় বাসিন্দারাই একজোট হয়ে জঙ্গল এলাকার সহ নদীর...

HS Result 2024 | বাবা রাজমিস্ত্রি, উচ্চমাধ্যমিকে ৪৫৮ নম্বর পেয়ে শিক্ষিকা হতে চায় নন্দিতা

0
তুফানগঞ্জ: ছোটবেলা থেকেই শিক্ষিকা হওয়ার স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবরূপ দিতে ভূগোল অনার্স নিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছে চিলাখানা হাইস্কুলের ছাত্রী নন্দিতা সরকার। এবার উচ্চমাধ্যমিকে তার...

Most Popular