Sunday, May 19, 2024
HomeBreaking Newsঅত্যন্ত বাজে ফিল্ডিংয়ের খেসারত দিলেন বাবররা, অস্ট্রেলিয়ার কাছে ৬২ রানে হারল পাকিস্তান...

অত্যন্ত বাজে ফিল্ডিংয়ের খেসারত দিলেন বাবররা, অস্ট্রেলিয়ার কাছে ৬২ রানে হারল পাকিস্তান  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতলেও বাকি পরের দুটি ম্যাচ হেরে গেল পাকিস্তান। গত শনিবার ভারতের কাছে হেরে যাওয়ার পর শুক্রবার বড় ব্যবধানে পাকিস্তান হেরে গেল অস্ট্রেলিয়ার কাছে। আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬২ রানে হেরে গেলেন বাবর আজমরা। ম্যাচের সেরা নির্বাচিত হলেন ডেভিড ওয়ার্নার। ওয়ার্নার ১২৪ বলে করেন ১৬৩ রান।

এদিন পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে করেন ৩৬৭ রান। প্রথম উইকেটের জুটিতেই ওয়ার্নার আর মিচেল করে ফেলেন ২৫৯ রান। ১৬৩ রান করেন ওয়ার্নার। ১২১ রান করেন মিচেল মার্শ। এদিন মনে করা হচ্ছিল হয়ত অজিরা অনায়াসের ৪০০ রানের গণ্ডি পেরিয়ে যাবে। কিন্তু অস্ট্রেলিয়ার পরবর্তী ব্যাটারদের ব্যর্থতায় ৩৬৭ রানেই থমকে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

শুরুটা ভালো না হলেও প্রথম উইকেট পড়ার পর অর্থাৎ শেষের দিকে ভালো বোলিং শুরু করেন পাক বোলাররা। বেশ ভালো বোলিং করেন শাহিন শাহ আফ্রিদি। ১০ ওভারে ৫৪ রানে পাঁচ উইকেট নেন। বেধড়ক মার খান হ্যারিস রউফ। আট ওভারে ৮৩ রান খরচ করে তিন উইকেট নেন।

৩৬৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেন পাকিস্তানের দুই ব্যটার ইমাম-উল-হক এবং আবদুল্লা শফিক। প্রথম ২০ ওভারে দুজনেরই অর্ধশতরানের সুবাদে বিনা উইকেটে তোলে ১২১ রান। এর পরপরই দু’ওভারে পাকিস্তানের দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন মার্কাস স্টইনিস। আবদুল্লাহ শফিক করেন  ৬৪ রান এবং ইমাম উল হক করেন ৭০ রান। পাকিস্তানের মিডল অর্ডার ঠিকঠাক শুরু করেও বড় ইনিংস খেলতে পারেনি। অ্যাডাম জাম্পাদের সামনে নতিস্বীকার করেন। শেষপর্যন্ত ৪৫.৩ ওভারে ৩০৫ রানে অল-আউট হয়ে যায় পাকিস্তান। অর্থাৎ পাকিস্তান যদি নিয়মিত ব্যবধানে উইকেট না হারাত, তাহলে ম্যাচটা জিতে বেরিয়ে যেতেন বাবররা। এদিনও পাক অধিনায়ক বাবর ব্যর্থ হয়েছেন। এদিন বাবর আজম অ্যাডাম জাম্পার বলে প্যাট কামিন্সকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। ১৪ বলে ১৮ রান করে তিনি আউট হন। অস্ট্রেলিয়ার জাম্পা ১০ ওভারে ৫৩ রান দিয়ে চার উইকেট নেন। আউট করেন বাবর, মহম্মদ রিজওয়ান, ইফতিকার আহমেদ এবং মহম্মদ নওয়াজকে।

শেষ পর্যন্ত পাকিস্তান ৬২ রানে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। আর সেই জয়ের সুবাদে বিশ্বকাপের পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া। আর পাঁচে নেমে গিয়েছে পাকিস্তান।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Weather Report | উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

0
সানি সরকার, শিলিগুড়ি: উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সংক্রান্ত সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর (Weather report)। আজ পাহাড়ের পাশাপাশি সমতলের বেশ কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।...

IPL | ধোনির চেন্নাইকে হারিয়ে আইপিএলের চতুর্থ দল হিসাবে শেষ চারে বেঙ্গালুরু

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএলের চতুর্থ দল হিসাবে প্লে অফে উঠল বেঙ্গালুরু। বেঙ্গালুরু বনাম চেন্নাইয়ের  গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন...

Siliguri | তিস্তায় জলস্তর বেড়ে আটক ২, উদ্ধারে শুরু তৎপরতা

0
শিলিগুড়ি: পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে তিস্তার জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় বিপত্তি ঘটলো রংপোতে। নদীতে আটকে পড়লেন দু'জন। তবে তাঁরা স্থানীয় না পর্যটক তা স্পষ্ট...

Patiram | ঘুমের মধ্যেই বেহুঁশ করে চুরি, যাওয়ার আগে আইসক্রিম খেলো চোরের দল

0
পতিরাম: এ যেন ফিল্মি কায়দায় চুরি। পরিবারকে গ্যাস স্প্রে করে অচৈতন্য করে বাড়ির সর্বস্ব চুরি করল চোরের দল। যাওয়ার আগে খেয়ে গেল আইসক্রিম। নগদ...

Bomb Recovered | বিস্ফোরণের পর ফের উদ্ধার জারভর্তি বোমা, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

0
কালিয়াচক: কালিয়াচকের রাজনগর মডেল গ্রামে বোমা বিস্ফোরণের পর আরও এক জার বোমা উদ্ধার (Bomb recovered) হল ঘটনাস্থল থেকে। ওই জার থেকে ৯টি প্লাস্টিকের বলবোমা...

Most Popular