Breaking News

গণতন্ত্রের হত্যা! ‘একতরফা’ নির্বাচন ঘোষণা নিয়ে সরব শুভেন্দু

কলকাতা: ‘একতরফাভাবে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করা হয়েছে’, টুইটারে এমনই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রাজ্যে ৮ জুলাই পঞ্চায়েত ভোট। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। শুক্রবার থেকেই মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। মনোনয়ন জমার শেষ দিন ১৫ জুন। তা প্রত্যাহারের শেষ দিন ২০ জুন। নির্বাচন কমিশনার জানিয়েছেন, এবার এক দফায় পঞ্চায়েত ভোট হবে। তবে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

এরপরই বিরোধীরা অভিযোগ করেন, সর্বদলীয় বৈঠক না করেই এক দফার পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করা হয়েছে। টুইটারে বিষয়টি নিয়ে সরব হন শুভেন্দু। তিনি লিখেছেন, ‘এটা গণতন্ত্রের হত্যা। প্রথমবারের মতো, ব্লক, জেলা বা রাজ্যস্তরে সর্বদলীয় বৈঠক না করে একতরফাভাবে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করা হয়েছে।’

এদিকে, শুক্রবার থেকে মনোনয়নপত্র জমা শুরু হবে। শেষ তারিখ ১৫ জুন। মাঝে পড়েছে রবিবার। সেদিন আবার মনোনয়ন জমা নেওয়া হবে না। এত অল্প সময় বরাদ্দ করা নিয়েও সরব হয়েছেন বিরোধী দলনেতা।

নির্বাচন কমিশনকে আক্রমণ করে শুভেন্দু বলেছেন, ‘পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্য খুবই স্পষ্ট। ভোট ঘোষণার পদ্ধতি থেকেই এটা বোঝা যাচ্ছে যে তারা তৃণমূলেরই একটি সংগঠন হিসেবে কাজ করবে।’

শুভেন্দুর সংযোজন, ‘তাড়াহুড়ো করে ভোট ঘোষণা করা হল। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়নি। তাই নির্বাচনের সময় হিংসার কারণে যদিও কেউ হতাহত হন তাহলে তার জন্য দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।’

পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে করানোর দাবি করেছিলেন বিরোধীরা। তবে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তাই ভোটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

যদিও এ প্রসঙ্গে কমিশনারের বক্তব্য, ‘রাজ্য পুলিশের ওপর ভরসা রাখা উচিত। আমাদের ওপর আস্থা রাখুন। প্রস্তুতিতে কোনও গাফিলতি থাকবে না। রাজ্য সরকারি কর্মচারীদের বলব আস্থা রাখতে।’

Web Desk

Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Recent Posts

Alipurduar | শতায়ু শিরীষই শিশুবাড়ির ‘এয়ার কুলার’

মোস্তাক মোরশেদ হোসেন, রাঙ্গালিবাজনা: বৃক্ষ তোমার নাম কী? ফলেই পরিচয়। দেখেই শ্রদ্ধা হয় এমনই মনোভাবের…

4 mins ago

No dues certificate | ‘নো ডিউজ’ নিয়ে রাজ্যগুলিকে কড়া নির্দেশ কমিশনের, পদত্যাগের ৪৮ ঘণ্টার মধ্যে দিতে হবে শংসাপত্র

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘নো ডিউজ’ সার্টিফিকেট জমা দিতে না পারায় মনোনয়ন পত্র বাতিল হয়েছে…

17 mins ago

Kunal Ghosh | ‘পুরোনো সেই দিনের কথা’, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট কুণালের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৃণমূল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে কুণাল ঘোষের…

27 mins ago

উত্তরবঙ্গের মুনিয়ারা বাঁচুক নিজেদের ভুবনে

দ্যুতিমান ভট্টাচার্য গত সেপ্টেম্বরে কোচবিহার জেলায় কাজে যোগদান করি। হাওড়া-কলকাতার ভিড়-ধোঁয়া থেকে আমূল পরিবর্তন। এক…

57 mins ago

Madhyamik | মাধ্যমিকে আদিবাসী ছাত্রীর নজরকাড়া ফল, চরম আর্থিক অনটনেও ডাক্তার হওয়ার স্বপ্ন সুদীপার চোখে

কুমারগঞ্জঃ চরম আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও মাধ্যমিকে নজরকাড়া ফল করল এক আদিবাসী ছাত্রী। দরিদ্র পরিবারের এই…

1 hour ago

নিশ্চয়তার মধ্যেও অস্থিরতা সর্বত্র

রূপায়ণ ভট্টাচার্য কলকাতা কোনওদিন লন্ডন হবে না। ভারতের মানুষের অচ্ছে দিনও আসবে না। লোকসভা ভোট…

1 hour ago

This website uses cookies.