মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

Phuleswari-Jorapani | ফুলেশ্বরী–জোড়াপানি নদীর সংস্কারের কাজ শুরু শীঘ্রই: সেচমন্ত্রী

Date:

শিলিগুড়ি: আগামী মার্চেই শিলিগুড়ির ফুলেশ্বরী ও জোড়াপানি নদীর সংস্কারের কাজে (Phuleswari-Jorapani river rehabilitation work)  হাত দেওয়া হবে। মঙ্গলবার শিলিগুড়িতে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠকে (Meeting) এই কথা জানান রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক (Partha bhowmick)। শিলিগুড়ি স্টেট গেস্টহাউসে আয়োজিত এদিনের বৈঠকে শিলিগুড়ি মেয়র গৌতম দেব ও পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়ার উপস্থিতিতে সেচমন্ত্রী বলেন, ‘জোড়াপানি ও ফুলেশ্বরী নদী সংস্কারের দাবি শিলিগুড়ির মানুষের দীর্ঘদিনের। আমরা এই বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। বুধবার সরেজমিনে গিয়ে বিষয়টি দেখেও আসব। তবে আমরা শিলিগুড়ির মানুষের দাবি পূরণ করবই।’

উল্লেখ্য, ২০১১ সালে তৃণমূল কংগ্রেস (Trinamool) রাজ্যে ক্ষমতায় আসার পরই শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)-এর উদ্যোগে ফুলেশ্বরী, জোড়াপানি নদী সংস্কারের জন্য অর্থবরাদ্দ হয়েছিল। কিন্তু অভিযোগ, নদী সংস্কার না করেই সেই অর্থ তুলে নিয়েছিল ঠিকাদারি সংস্থা। যা নিয়ে পুলিশে অভিযোগ পর্যন্ত হয়। পরবর্তীতে এই দুই নদী সংস্কারে তেমন কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এবার রাজ্যের সেচমন্ত্রী ফের এই দুই নদী সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছেন। ঠিক হয়েছে মার্চের মধ্যেই সংস্কারের কাজ শুরু হবে।

এদিকে, বাম আমলে তিস্তা সেচপ্রকল্পের জলসেচের মাধ্যমে কৃষকদের কাছে জল পৌঁছে দেওয়ার জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল। কিন্তু মন্ত্রীর দাবি, ওই জমি অধিগ্রহণ করা হলেও তার কোনও রেকর্ড নেই। গত এক বছর ধরে চেষ্টা করে ৯০ শতাংশ জমির রেকর্ড বের করতে পেরেছি। আরও ১০ শতাংশ বাকি রয়েছে। মার্চ মাসের মধ্যেই এই কাজ শেষ হবে।’ এর মধ্যে কোচবিহারে ৮৬ একর, জলপাইগুড়ির ৫৪৯৮ একর ও দার্জিলিং জেলার পাহাড় সমতল মিলে ৩২১৯ একর জমি রয়েছে। এই জমির অনেকটাই মিউটেশন করে দেওয়া হয়েছে।

এদিকে, গত বছর জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ক্ষেত্রে যে ৪২টি কাজের উদ্যোগ নেওয়া হয়েছিল তার সবক’টি কাজেই প্রায় হাত দেওয়া হয়েছে। সেচমন্ত্রী বলেন, ‘তিস্তার গতিপ্রকৃতি অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। সেটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। বর্ষায় যাতে কোনও মানুষের অসুবিধা না হয় তার জন্য আমাদের দপ্তর প্রয়োজনীয় কাজ করবে। মানুষ যাতে অসুবিধায় না পড়েন সেইজন্য আমাদের মুখ্যমন্ত্রী সবসময় দৃষ্টিপাত করেন। তাই আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের বাস্তুকাররা যে ৮টা প্রকল্প হাতে নিয়েছে তার সবক’টিই বাস্তবায়িত হবে।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

RG Kar Corruption Case | শীঘ্রই আরজি কর দুর্নীতি মামলায় বড় চার্জ গঠন! কী বলল হাইকোর্ট?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর আর্থিক দুর্নীতি মামলায়...

Suvendu Adhikari | মঙ্গলেই ‘অমঙ্গল’ শুভেন্দুর! বিরোধী দলনেতার বিরুদ্ধে জারি হল স্বাধিকার ভঙ্গের নোটিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছিলেন...

Malda | বিষাক্ত ধোঁয়ায় ঢাকল ওয়ার্ড, শ্বাসকষ্ট রোগী-চিকিৎসকদের! আগুন আতঙ্ক হরিশ্চন্দ্রপুর হাসপাতালে

হরিশ্চন্দ্রপুর: আগুন লাগাকে কেন্দ্র আতঙ্ক ছড়াল মালদা (Malda) জেলার...

Alipurduar | আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নেই রেডিওথেরাপির ব্যবস্থা, ক্যানসার রোগীকে নিয়ে ছুটতে হচ্ছে মালদায়

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার : রাজ্য সরকারের উদ্যোগে উত্তরবঙ্গের বিভিন্ন...