রাজ্য

স্টেডিয়ামে অর্ধসমাপ্ত ক্রিকেটের অনুশীলনের জায়গা, কাজ শেষ করার দাবি খেলোয়াড়দের

কোচবিহার: রাজবাড়ি সংলগ্ন কোচবিহার স্টেডিয়ামে দীর্ঘদিন ধরে অর্ধসমাপ্ত হয়ে পড়ে রয়েছে ক্রিকেটের ইন্ডোর অনুশীলনের জায়গা। এখানে বর্ষায় ক্রিকেটের অনুশীলন বন্ধ থাকে। সেজন্য একটি ইন্ডোর জায়গা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল বহু বছর আগে। সেটি তৈরি হলে সারা বছরই ক্রিকেটের অনুশীলন করা যাবে। কিন্তু সেই কাজ অর্ধেক হয়ে রয়েছে। বর্তমানে সেই কাজ বন্ধই।

শহরের ক্রিকেটাররা বর্ষার আগেই কাজ সম্পন্ন করার দাবি করেছেন। জেলা ক্রীড়া সংস্থার দাবি, এপ্রিলের মধ্যেই কাজ সম্পন্ন করা হবে। সংস্থার সচিব সুব্রত দত্ত বলেছেন, ‘যত দ্রুত সম্ভব সেই কাজটি সম্পন্ন করার চেষ্টা চলছে। আশা করছি এপ্রিলের মধ্যেই হয়ে যাবে। আসন্ন বর্ষার সময় ইন্ডোরের ভিতরেই ক্রিকেটের অনুশীলন চলবে।’

কোচবিহার স্টেডিয়ামে বর্তমানে অনূর্ধ্ব-১৫ বছরের ৮২ জন ক্রিকেটার নিয়মিত ক্রিকেটের অনুশীলন নেয়। সেখানে ভালো দক্ষতার সুবাদে জেলা দলে সুযোগ মেলে। ক্রমে জেলা ও রাজ্য স্তরের ক্রিকেটে অংশ নেওয়ার ছাড়পত্র পায় ক্রিকেটাররা। তবে ভালো দক্ষতার জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন।

বছরের অন্য সময় স্টেডিয়ামে খোলা মাঠে অনুশীলন চলে ঠিকই কিন্তু বর্ষার সময় বৃষ্টির কারণে একটানা কয়েকমাস অনুশীলন বন্ধ থাকে। তার ফলে ক্রিকেটারদের অনুশীলনে ছেদ পড়ায় পরবর্তীতে তাদের খেলায় তার কুপ্রভাব পড়ে। সেজন্য কয়েক বছরই আগে স্টেডিয়ামের গ্যালারির পাশে একটি ইন্ডোরের ব্যবস্থা করা হয়। সেখানে পাকা পিলার তৈরি করে রাখা হয়েছিল। কয়েকমাস আগে উপরে টিনের শেড দেওয়া হয়। কিন্তু তারপর আর কাজ এগোয়নি।

কয়েকজন ক্রিকেটারের কথায়, বৃষ্টির মরশুম প্রায় চলেই এল। দ্রুত ইন্ডোরটির কাজ সম্পন্ন না করা হলে এবারও বৃষ্টিতে অনুশীলন বন্ধ রাখতে হবে। তাই ইন্ডোরের বাকি থাকা কাজ দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। এক খুদে ক্রিকেটারের অভিভাবক পরিতোষ দাসের কথায়, ‘বর্ষার সময় অনুশীলন বন্ধ থাকে। যদি ইন্ডোরটি চালু হয় তাহলে সবাই এটার ভিতরেই ওই সময় অনুশীলন করতে পারবে। কর্তৃপক্ষের উচিত দ্রুত এদিকে নজর দেওয়া। তাতে খেলাধুলোর মান বাড়বে।’

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Kaliyaganj | প্রভাবশালীদের দাপটে ভরাট হচ্ছে পুকুর ও নদী! পুলিশ-প্রশাসনের ভূমিকায় প্রশ্ন

অনির্বাণ চক্রবর্তী, কালিয়াগঞ্জ: ফের শিরোনামে কালিয়াগঞ্জের (Kaliyaganj) শ্রীমতি নদী। বেলাগাম মাটি চুরির অভিযোগে ক্ষিপ্ত সেখানকার…

22 mins ago

Mohit Sengupta | ৭ বছর পর মিলল স্বস্তি, অর্থ তছরুপ মামলায় বেকসুর খালাস মোহিত

দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: ২০১৬ সালে রায়গঞ্জ পুরসভার (Raiganj Municipality) মেয়াদ শেষ হয়। নির্বাচিত পুরপ্রধান মোহিত…

47 mins ago

Heatwave | তাপমাত্রা ছুঁতে পারে ৪২ ডিগ্রি, গৌড়বঙ্গের জন্য আশঙ্কার কথা শোনাল আবহাওয়া দপ্তর

সাজাহান আলি, পতিরাম: গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গে। বৃষ্টির জন্য মুখিয়ে আছেন রাজ্যবাসী। তবে মালদা (Malda)…

1 hour ago

Road Accident | রাস্তা পার করতে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু শ্রমিকের

বেলাকোবা: শিলিগুড়ি-জলপাইগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কে (Siliguri-Jalpaiguri Highway) দুর্ঘটনা (Road Accident)। রাস্তা পারাপার করতে গিয়ে…

1 hour ago

Nagrakata | লুচি-সবজি থেকে গাজরের হালুয়া, বিয়ের সুবর্ণ জয়ন্তীতে শ্রমিকদের জন্য ভোজের আয়োজন বাগানকর্তার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চা বাগান মানেই অনেকের কাছে এখনও যেন ব্রিটিশ উপনিবেশের ছায়া। বিচ্ছিন্ন…

2 hours ago

Liquor Seized | ট্রাকের গোপন চেম্বারে বিহারে মদ পাচার, রুখে দিল পুলিশ

বাগডোগরা: পণ্য সরবরাহের আড়ালে মদ পাচারের চেষ্টা। ট্রাকের গোপন চেম্বার থেকে বাজেয়াপ্ত করা হল প্রচুর…

2 hours ago

This website uses cookies.