শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

আজ অযোধ্যায় প্রধানমন্ত্রী, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের আগে শনিবার অযোধ্যায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রয়েছে একাধিক কর্মসূচি। এদিন অযোধ্যা ধাম রেল স্টেশন ও মহর্ষি বাল্মিকীর নামাঙ্কিত নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে চালু করবেন অমৃত ভারত এক্সপ্রেসেরও। সেই উপলক্ষ্যে সেজে উঠেছে অযোধ্যা। সরযূর পাড়ে এখন উৎসবের মেজাজ। রেলস্টেশন, বিমানবন্দর সর্বত্র চরম ব্যস্ততা।

এদিন রোড শো, প্রকল্পের উদ্বোধন সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মোদির। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথমে পুনর্গঠিত রেল স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেই সময় পতাকা তুলে সূচনা করবেন বন্দে ভারত ও ভারতের প্রথম অমৃত ভারত ট্রেনের। এই অমৃত ভারত এক্সপ্রেস দেশে নতুন ক্যাটিগরির সুপারফাস্ট প্যাসেঞ্জার ট্রেন। প্রধানমন্ত্রী দু’টি অমৃত ভারত ট্রেনের সূচনা করবেন। একটি, দ্বারভাঙ্গা-অযোধ্যা-আনন্দ বিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস, অন্যটি মালদা টাউন-স্যার এম বিশ্বেশ্বর্য টার্মিনাস (বেঙ্গালুরু) অমৃত ভারত এক্সপ্রেস। পাশাপাশি, ছয়টি নতুন বন্দে ভারত ট্রেনের সূচনা করবেন। অমৃতসর-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস, কোয়েম্বাতুর-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট বন্দে ভারত এক্সপ্রেস, শ্রী মাতা বৈষ্ণ দেবী কাতরা-নিউ দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস, ম্যাঙ্গালোর-মাদগাঁও বন্দে ভারত এক্সপ্রেস, জালনা-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেস ও অযোধ্যা-আনন্দ বিহার টার্মিনাল বন্দে ভারত এক্সপ্রেস।

অযোধ্যা ধাম রেল স্টেশনের উদ্বোধনের পর, নতুন অযোধ্যা বিমানবন্দরের যাত্রার সূচনা করবেন তিনি। নবনির্মিত এই বিমানবন্দরের পেছনে ব্যয় হয়েছে ১,৪৫০ কোটি টাকা। অযোধ্যা বিমানবন্দরের নামকরণ করা হয়েছে মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যা ধাম। এগুলি ছাড়াও মোদি এদিন ১১ হাজার ১০০ কোটি মূল্যের প্রকল্পের উদ্বোধন করবেন। যাতে করে অযোধ্যায় বিশ্বমানের সুযোগ সুবিধা গড়ে তোলা যায়। এছাড়াও উত্তর প্রদেশের বিভিন্ন অংশে ৪ হাজার ৬০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন তিনি। এর এরপর রয়েছে প্রধানমন্ত্রীর রোড শো। অযোধ্যা এয়ারপোর্ট থেকে লতা মঙ্গেশকর চক হয়ে, রাম মন্দিরের মূল প্রবেশদ্বার ছুঁয়ে যাবে সেই যাত্রা। মোদির এই কর্মসূচি উপলক্ষ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Pahalgam | পহেলগাঁওয়ে হামলা চালানো জঙ্গিদের দেখেছেন! মহিলার দাবির পরই কাঠুয়ায় চিরুনি তল্লাশি শুরু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও (Pahalgam) কাণ্ডে অভিযুক্ত চার...

J&K | দুঃস্বপ্ন ভুলতে চাইছে ভূস্বর্গ

কাশ্মীরে উত্তরবঙ্গ সংবাদ বিশ্বজিৎ সাহা, শ্রীনগর: জীবনে খারাপ পর্ব আসেই।...

J&K | নিরাপত্তা নিয়ে প্রশ্ন অনেক, নেই শুধু উত্তর 

কাশ্মীরে উত্তরবঙ্গ সংবাদ বিশ্বজিৎ সাহা, শ্রীনগর: কী কারণে হামলা আর...

Pakistan | তিন দশক ধরে সন্ত্রাসবাদের মদত দিয়েছে ইসলামাবাদ, স্বীকারোক্তি পাক প্রতিরক্ষামন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গত ৩০ বছর ধরে জঙ্গিদের...