Monday, May 13, 2024
HomeExclusiveSandakphu Trek | সান্দাকফু ট্রেকিং রুটে নিষিদ্ধ পনি, পর্যটনে ক্ষতির আশঙ্কা

Sandakphu Trek | সান্দাকফু ট্রেকিং রুটে নিষিদ্ধ পনি, পর্যটনে ক্ষতির আশঙ্কা

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: সিঙ্গালিলা জাতীয় উদ্যানে পনি চলাচল নিষিদ্ধ (Pony Ban) করল বন দপ্তর। ফলে সান্দাকফু রুটে ট্রেকিংয়ে (Sandakphu Trek) যাওয়ার সময় ট্রেকাররা আর পনি ব্যবহার করতে পারবেন না। এই সিদ্ধান্তে বিভিন্ন মহলে ক্ষোভ ছড়িয়েছে। বাসিন্দাদের দাবি, কয়েক প্রজন্ম থেকে চলে আসা পনি নিষিদ্ধ হওয়ায় পর্যটনশিল্পের ক্ষতির পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও প্রশাসনের এই সিদ্ধান্ত সমস্যায় ফেলবে। পনি নিষিদ্ধ করার আগে এখানে সড়ক যোগাযোগ গড়ে তোলার দাবি উঠেছে। বন দপ্তরের দাবি, পনি থেকে সেখানকার পশুপাখিদের মধ্যে রোগ ছড়িয়ে পড়ছে।

প্রায় ৭৮ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত সিঙ্গালিলা জাতীয় উদ্যানে রেড পান্ডা, হিমালয়ান ব্ল্যাক বিয়ার সহ ৩৫০ প্রজাতির পাখির বসবাস। ১৮৮২ সালে ব্রিটিশ সরকার সিকিমের কাছে এই বনাঞ্চল কিনে এটিকে সংরক্ষিত হিসাবে চিহ্নিত করেছিল। ১৯৯২ সালে সিঙ্গালিলাকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করে এই অঞ্চল পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই বহু মানুষ সান্দাকফু রুটে ট্রেকিংয়ে যেতে পনির সাহায্য নেন। সিঙ্গালিলা জাতীয় উদ্যানে বহু প্রজন্ম থেকে পনির ব্যবহার রয়েছে। এক-একটা পনি ১০০ কেজির বেশি ওজনের পণ্য নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে পারে। ফলে এই রুটে ট্রেকাররা পনির পিঠে পণ্য চাপিয়েই ট্রেকিংয়ে বের হন।

সান্দাকফু ভূপৃষ্ঠ থেকে ১১,৯০০ ফুট উচ্চতায় অবস্থিত। বছরের অনেকটা সময় এখানে তুষারপাত হয়। পাশাপাশি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট এভারেস্ট খুব সুন্দর দেখা যাওয়ায় পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই সান্দাকফু এলাকা।

শ্রীখোলা দারাগাঁওর গ্রাম পঞ্চায়েত তথা নেচার গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রাই বলেছেন, ‘পনির উপরে নিষেধাজ্ঞার জেরে এখানকার পর্যটনশিল্পের ক্ষতি হবে। পাশাপাশি এখানে রাস্তাঘাট না থাকায় স্থানীয়রাও ক্ষতিগ্রস্ত হবেন। পণ্য পরিবহণ, কেউ অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া পুরোটাই পনির পিঠে চাপিয়েই করতে হয়। পনির ব্যবসার সঙ্গে বহু মানুষ যুক্ত রয়েছেন।’

তাঁর সংযোজন, ‘সান্দাকফু ট্রেকিংয়ে বর্তমানে প্রায় পাঁচদিন সময় লাগে। ট্রেকারদের মাথাপিছু প্রায় ১০ হাজার টাকা খরচ করতে হয়। পনি নিষিদ্ধ হওয়ায় এখন ট্রেকারদের মালবাহক নিতে হবে এবং এর জন্য খরচ অনেকটাই বাড়বে। প্রশাসন সিঙ্গালিলা জাতীয় উদ্যানে আগে যানবাহন চলাচলের মতো রাস্তা তৈরি করে তার পরেই পনি নিষিদ্ধ করুক।’

স্থানীয় বাসিন্দাদের দাবি, এখানে প্রায় ২০টি গ্রাম রয়েছে। ৪০টিরও বেশি হোমস্টে রয়েছে। পনি না পেয়ে ট্রেকাররা মুখ ফিরিয়ে নিলে এখানকার অর্থনীতিও মুখ থুবড়ে পড়বে।

কিন্তু পনি নিষিদ্ধ করা হল কেন?

বন দপ্তরের এক শীর্ষস্তরের আধিকারিকের বক্তব্য, ‘পনির মাধ্যমে সিঙ্গালিলা জাতীয় উদ্যানে বসবাসকারী পশুপাখির মধ্যে রোগ ছড়িয়ে পড়তে পারে।’ বাসিন্দারা অবশ্য দাবি করেছেন, প্রজন্মের পর প্রজন্ম পনিগুলি এখানে রয়েছে। সেগুলি থেকে কোনও রোগভোগের কথা তাঁরা শোনেননি।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Soumitrisha Kundu | ২০ মে ব্যারাকপুরে ভোট, পার্থ ভৌমিকের হয়ে প্রচার সারলেন সৌমিতৃষা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের শাসকদলের প্রায় সব অনুষ্ঠানেই উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে টলিউড অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে(Soumitrisha Kundu)। তবে এতদিন ভোটপ্রচারের ময়দানে দেখা...

Elephant Attack | এক বছরে ৫ বার হাতির হামলা! কীভাবে স্কুল চালাবেন ভেবে কুল...

0
নাগরাকাটা: হাতির হামলায় (Elephant attack) ক্ষতিগ্রস্থ হলো সুলকাপাড়া (Sulkapara) গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাসবস্তি নেপালী প্রাথমিক স্কুল (Primary school)। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে। স্কুলের...

Arvind Kejriwal | ‘সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না’, কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী পদ কাড়ার দাবি খারিজ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM) পদ থেকে অপসারন করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট...

Dev | বিপাকে দেব! সহকারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, হাইকোর্টে দায়ের মামলা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইনি বিপাকে তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব (Dev)। জানা গিয়েছে, দেবের সহকারী রমাপদ মান্নার বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রলোভন...

Lok Sabha Election 2024 | জিতেন্দ্র তেওয়ারির পাণ্ডবেশ্বর যাওয়া আটকালো পুলিশ! দুর্গাপুরে বিজেপি বিধায়ককে...

0
পাণ্ডবেশ্বর: আসানসোল লোকসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা পাণ্ডবেশ্বরে ঢোকার মুখে জিতেন্দ্র তেওয়ারির (Jitendra Tiwari) গাড়ি আটকালো পুলিশ! সোমবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা...

Most Popular