Friday, May 17, 2024
Homeউত্তর সম্পাদকীয়উৎসব পালটে গিয়েছে হুল্লোড়ে

উৎসব পালটে গিয়েছে হুল্লোড়ে

 

  • শৌভিক রায়

‘অসৃকপাভয় সত্রস্তৈ কৃতা ত্বং হোলি বালিশৈঃ/ অতদ্বাং পূজয়িষ্যামি ভূতে ভূতিপ্রদা ভবঃ’

অশুভকে হারিয়ে শুভর জয়। অন্যায়কে পরাস্ত করে ন্যায়ের অনুশাসন। আবহমানকাল থেকে হোলি এই কথাই বলে এসেছে।

বাঙালি জীবনে অবশ্য হোলি পরে। আগে দোলযাত্রা। বিশেষ করে যদি সেটি কোচবিহারের ক্ষেত্রে হয়, তবে তো কথাই নেই! আসলে এই অঞ্চলে দোলযাত্রা সহ হোলির উৎসব প্রাণের দেবতা মদনমোহন জিউকে ঘিরে। তাই তাঁর সঙ্গে দোলযাত্রায় না মাতলে, রং না খেললে মন ভরে না।

একসময় কোচবিহারে দোলযাত্রা শুরু হত বসন্তপঞ্চমী তিথিতে। রাসমেলা বা লাইনের মাঠে ‘শাখাপত্রযুক্ত’ বাঁশ প্রোথিত হত ওদিন‌ই। সন্ধ্যায় নির্দিষ্ট পলাশ ‘বৃক্ষমূলে’ আমন্ত্রণ করে পলাশ ফুল তোলা বিষয়টিও ছিল উৎসবের অঙ্গ। ‘কোচবিহার দর্পণ’-এ জীবনকৃষ্ণ মুখোপাধ্যায় লিখেছিলেন, ‘পূর্বকালে এই দিন হইতেই অত্র নগরীতে বসন্তোৎসব আরম্ভ  হইত।’ রাতে চাঁদের আলোতে চলত ফাগুয়া কীর্তন।

নিয়ম বদলায়নি। অতীতের মতো এখনও শুক্লা-চতুর্দশীতে বহ্ন্যুৎসব বা মেষদাহন হয়।  কারুকার্যখচিত রত্নসিংহাসনে, ফুলমালা পরে, মদনমোহন উপস্থিত থাকেন। শোভাযাত্রা শেষে মন্দিরের পশ্চিমে, আলাদা মণ্ডপে, অন্য বিগ্রহদের সঙ্গে, চতুর্দোলায় দোলও খান।

পরদিন সন্ধ্যায় বাণেশ্বর ও ষণ্ডেশ্বর থেকে আনা বিগ্রহ নিয়ে আবার চলে শোভাযাত্রা। বাজনা বাজিয়ে নির্দিষ্ট পথ পরিক্রমা শেষে তাঁদের আনা হয় মাঠে। সেদিন  মদনমোহন উপস্থিত না থাকলেও, তাঁর প্রতিনিধি হিসেবে হাজির থাকেন ব্রহ্মাণীর চৌকি থেকে আনা শ্যামসুন্দর। এরপর প্রত্যেক বিগ্রহকে দ্বারবক্সীর ‘সমন্ত্রক ফল্গুসিঞ্চন’ প্রদান দোলযাত্রার সমাপ্তি ঘটায়।

নিয়ম আছে। পরম্পরা আছে। কিন্তু দোলযাত্রা ঘিরে উন্মাদনা আর নেই। নেই সেই ভিড়ও। ভাটা পড়েছে উৎসাহে। ‘হ্যাপি হোলি’তে অভ্যস্ত বর্তমান প্রজন্ম‌ এইসব থেকে অনেক দূরে। তাদের কাছে দোল নেহাতই একটি ছুটির দিন যার পর আসে হোলি।

আগে কোচবিহারের গ্রামাঞ্চলেও দোলযাত্রার ব্যাপক প্রচলন ছিল। দেখা যেত দোলমেলা বা ‘শোয়ারী’। বাড়িতে ছোট ছোট মণ্ডপ করে রাধাকৃষ্ণের বিগ্রহ রেখে দোলযাত্রা উদযাপনের রীতিও ছিল। সে সবও হারিয়ে গিয়েছে কবেই।

এখন বরং হোলির আনন্দ বেশি। মাথায় টুপি আর চোখে রঙিন চশমা পরে হিন্দি চটুল গানে ঠুমকা লাগানোই রেওয়াজ। আর ছোট ছোট দলে ভাগ হয়ে বিচিত্র সেজে হুল্লোড়বাজি। এর মধ্যে দোলযাত্রার সেই শান্ত মাধুর্য আর কোথায়! কোথায় বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করবার সেই রীতি? আজকাল সবকিছুই বড্ড  উচ্চকিত। দোলের সঙ্গে মিল নেই কিছুতেই। শান্তিনিকেতনের ধাঁচে চালু হওয়া বসন্তোৎসবও দোলের জায়গা নিতে ব্যর্থ।

এসব দেখেই মনে হয়, আমাদের মননে দোল ক্রমশ মুছে যাচ্ছে। আসলে হোলি যতটা আবেদন রাখতে পেরেছে, দোলযাত্রা সেভাবে পারেনি। আন্তর্জাতিক পর্যায়েও তার চল এখন। হোলি ঘিরে অর্থনীতির আবর্তন‌ও নজরকাড়া। ধর্মবর্ণনির্বিশেষে হোলিতে মেতে ওঠে সবাই।

তবে নানা বদল এলেও সর্বসাধারণের উৎসব হিসেবে দোলযাত্রা সহ হোলির বিকল্প নেই। অন্য কোনও উৎসবেই দেবতা এভাবে সাধারণ মানুষের মাঝে নেমে আসেন না। মেতে ওঠেন না রঙিন হওয়ার খেলায়।

বসন্ত দিনের মধুক্ষরা পৃথিবীতে তাই রঙের উৎসব প্রকৃতই মধুময়। সম্প্রীতির বার্তা নিয়ে সে সত্যিই উজ্জ্বল ব্যতিক্রম।

(লেখক শিক্ষক। কোচবিহারের বাসিন্দা)

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Mamata Banerjee | ‘আদিবাসীদের অধিকার কেড়ে নিতে দেব না’, বাম-বিজেপিকে নিশানা করে হুংকার মমতার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘যতদিন আমি রয়েছি, ততদিন আদিবাসীদের কোনও অধিকার কেড়ে নিতে দেব না।’ জঙ্গলমহল প্রসঙ্গে বাম ও বিজেপিকে এভাবেই তোপ দাগলেন মুখ্যমন্ত্রী...

PM Narendra Modi | ১০ বছরে একবারও সাংবাদিক সম্মেলন না করার কারণ খোলসা করলেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত দশ বছরে একটিও সাংবাদিক সম্মেলন করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সাক্ষাৎকারও দিয়েছেন সামান্য কিছুই। কিন্তু সাংবাদিক সম্মেলন...

Mango Curd | গরমের দুপুরে শেষপাতে জমে যাবে, আম দিয়ে বানান ভাপা দই

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমে দুপুরবেলায় শেষ পাতে টক দই খেতে অনেকেই পছন্দ করেন। তেমনই এই গরমে দই খাওয়া স্বাস্থ্যের পক্ষেও উপকারি। তবে আম...

Poster Controversy | গাড়ির ধাক্কা দিয়ে খুন করব’, মমতা-অভিষেকের নামে খুনের পোস্টার উলুবেড়িয়ায়

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) প্রাণে মারার হুমকি। পোস্টার পড়লো গোটা এলাকায়। শুক্রবার সাত...

Covaxin | এবার প্রশ্নের মুখে কোভ্যাক্সিনও! পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কী তথ্য উঠে এল গবেষণায়?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোভিশিল্ডের (Covishield) পর এবার প্রশ্নের মুখে ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি কোভ্যাক্সিনও (Covaxin)। শ্বাসকষ্ট থেকে শুরু করে চর্মরোগ ও রক্ত...

Most Popular