রাজ্য

প্রণবের মূর্তিতে পরানো হল ছেঁড়া গেঞ্জি, অবমাননার অভিযোগ

মুর্শিদাবাদ: রাতের অন্ধকারে কালো রংয়ের ছেঁড়া গেঞ্জি পরিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রয়াত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ প্রণব মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ শহরে। জঙ্গিপুর পুরসভার তরফে ইতিমধ্যে গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ঘটনায় কে বা কারা যুক্ত তা নিয়ে তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

২০০৪ সালে প্রণব মুখোপাধ্যায় প্রথমবারের জন্য জঙ্গিপুরের সাংসদ হিসেবে নির্বাচিত হন। তারপর দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। ২০১২ সালে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি। ইস্তফা দেওয়ার আগে পর্যন্ত প্রণববাবু জঙ্গিপুরের কংগ্রেস সাংসদ ছিলেন। জঙ্গিপুরের সাংসদ হিসেবে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং সামগ্রিকভাবে দেশের উন্নতিতে তাঁর অবদানের শেষ ছিল না। সেই অবদানের স্বীকৃতি স্বরূপ কয়েক বছর আগে পুরসভার তরফে জঙ্গিপুর সুপারস্পেশালিটি হাসপাতালে দু’‌নম্বর গেটের কাছে দেশের প্রাক্তন রাষ্ট্রপতির একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়।

এদিন স্থানীয়রা দেখতে পান–‘‌ভারতরত্ন’‌ প্রণব মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে কেউ বা কারা একটি কালো রংয়ের গেঞ্জি পরিয়ে রেখেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় যান জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম। তাঁর উদ্যোগে দ্রুত ওই গেঞ্জি খুলে প্রণববাবুর মূর্তিটিকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করার ব্যবস্থা করা হয়। মফিজুল ইসলাম বলেন, ‘এই ধরনের ঘটনা ক্ষমার অযোগ্য। তবে ঘটনাস্থলের আশেপাশে প্রচুর সিসিটিভি ক্যামেরা রয়েছে। কারা এই কাজের সঙ্গে যুক্ত, দ্রুত তা ধরা পড়বে।’‌ এই বিষয়ে প্রণবপুত্র তথা জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘এই ধরণের ঘটনা নিন্দনীয়। প্রশাসনের কাছে অনুরোধ করব যারা এই ধরণের কাজ করেছে, তাদের শাস্তির দেওয়ার থেকে বোঝানো উচিৎ এই ধরণের কাজ না করা।’ পুলিশ ঘটনার তদন্ত করছে।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Siliguri | পুর ভবনে শহরের ইতিহাস, মিউজিয়ামের ভাবনা মেয়রের

সাগর বাগচী, শিলিগুড়ি: শহরের (Siliguri) ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পরিকল্পনা নিয়েছে শিলিগুড়ি পুরনিগম…

46 seconds ago

Sunita Williams | শেষ মুহূর্তে বাধা! স্থগিত সুনীতার তৃতীয় মহাকাশ মিশন, কিন্তু কেন?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শেষ মুহূর্তে স্থগিত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নভশ্চর সুনীতা উইলিয়ামসের (Sunita Williams)…

9 mins ago

HS Result 2024 | বুধবার প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট, কীভাবে দেখা যাবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৮ মে অর্থাৎ বুধবার দুপুর ১টায় প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট (HS…

13 mins ago

Elephant | কমেছে হাতির আনাগোনা, চাষিদের মুখে চওড়া হাসি

নকশালবাড়ি: হাতির আনাগোনায় এক সময় বন্ধ হয়েছিল চাষাবাদ। এখন সেই হাতি (Elephant) আসা বন্ধ হওয়ায়…

20 mins ago

Skin Care | ত্বকে নায়িকাদের মতো জেল্লা চান, নিয়মিত খেতে হবে এই ৫ খাবার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মেকআপ করে ত্বক চকচকে করা যায় ঠিকই। কিন্তু ত্বকের ঔজ্জ্বল্য ভিতর…

22 mins ago

Irfan Pathan | দাদাকে সঙ্গত করতে আসছেন ‘ভাইজান’ ইরফান ! কবে, কোথায়?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাইশ গজে দুই ভাইয়ের 'বন্ডিং' দেখেছে গোটা বিশ্ব। এবার দুই ভাইকে…

30 mins ago

This website uses cookies.