হরিশ্চন্দ্রপুর: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) নির্ঘণ্ট ঘোষণা হতেই জেলাজুড়ে শাসক এবং বিরোধীদের মধ্যে ফের শুরু হয়েছে তর্জা। এক কর্মীসভা থেকে কেন্দ্রীয় বাহিনীকে (Central Force) টাইট করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন উত্তর মালদার তৃণমূল (Uttar Malda TMC) প্রার্থী তথা প্রাক্তন পুলিশকর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Bandyopadhyay)। শনিবার হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) থানা এলাকায় এক কর্মীসভায় যোগ দেন প্রসূন। সেখানেই তিনি বলেন, ‘নির্বাচনে দলীয় কর্মীদের বিরুদ্ধে বেশি বাড়াবাড়ি করলে কেন্দ্রীয় বাহিনীকে টাইট করা হবে। তাঁর হুঁশিয়ারি, ওষুধ তৈরি হয়ে গিয়েছে, শুধু প্রয়োগ করা বাকি। লোকসভা নির্বাচনে তিনি খেলা করতে এসেছেন সেই খেলা ভয়ংকর হবে। বিরোধীরা দাঁড়াবার সুযোগ পাবে না। তিনি প্রাক্তন পুলিশ কর্তা, তাঁর সমস্ত নিয়ম-কানুন জানা রয়েছে। অতএব ভোটের দিন বেশি বাড়াবাড়ি করলে তিনি উত্তর মালদাজুড়ে সবকিছু স্তব্ধ করে দেবেন।
এদিন দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে জমিদার বলে কটাক্ষও করেন প্রসূন। বলেন, ‘খগেন মুর্মু পাঁচ বছরে কোনও উন্নয়ন করেননি। শুধু ওই জমিদারদের হয়ে কাজ করেছেন। মালদায় বিমানবন্দর কেন্দ্রীয় সরকারের জন্য চালু হয়নি।’ একইসঙ্গে তাঁর অভিযোগ, বিজেপি কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূল কর্মীদের ভয় দেখালে, নিয়ম মেনে যথাযোগ্য ব্যবস্থা নেবেন। আর প্রসূনের এই মন্তব্যের পরেই শুরু হয়েছে বিতর্ক।
এ নিয়ে খগেন মুর্মুর (Khagen Murmu) পালটা দাবি, ‘পুলিশ সুপার থাকাকালীন অনেক মিথ্যা মামলা দিয়েছেন। জেলার মিথ্যা মামলার কারিগর উনি। এলাকায় তো তৃণমূলের আরও যোগ্য লোক ছিল, তাহলে বহিরাগত লোককে দাঁড় করানো হল কোন যুক্তিতে। ওঁনাকে জেতালে মানুষকে কলকাতা যেতে হবে দেখা করতে। তৃণমূল এখানে কোনও প্রার্থী পায়নি। তাই কলকাতা থেকে প্রার্থী এনেছে।’