Sunday, April 28, 2024
HomeTop NewsRahul Gandhi | ভিড় দেখে বাগডোগরায় থামল কনভয়, মঞ্চে উঠে ধন্যবাদ জানিয়ে...

Rahul Gandhi | ভিড় দেখে বাগডোগরায় থামল কনভয়, মঞ্চে উঠে ধন্যবাদ জানিয়ে কর্মীদের মন রাখলেন রাহুল

বাগডোগরাঃ চোপড়া (Chopra) যাওয়ার পথে বাগডোগরায় (Bagdogra) অনুগামীদের জন্য এক মিনিটের জন্য দাঁড়ালেন রাহুল গান্ধি। এদিন রাহুলকে (Rahul Gandhi) দেখার জন্য এশিয়ান হাইওয়ের পাশে জমায়েত হয়েছিলেন প্রচুর সংখ্যক মানুষ। বাগডোগরার বিহার মোড়ে একটি মঞ্চও বাধা হয়েছিল রাহুলের জন্য। কংগ্রেসকর্মীরা ভেবেছিলেন ভারত জোরো যাত্রায় বাগডোগরায় এসে মঞ্চে বক্তব্য রাখবেন রাহুল। কিন্তু আশাহত হতে হয় কর্মী সমর্থকদের।

এদিন বিকেল চারটা থেকেই রাহুলকে দেখার জন্য বাগডোগরায় রাস্তার দুপারে ভিড় জমান প্রচুর মানুষ। বিকেল চারটা থেকেই দলে দলে কর্মীরা আসতে শুরু করেন বাগডোগরা বিহার মোড়ে। সেখানে শুধু কংগ্রেস কর্মীরাই নয়, লালপতাকা হাতে ভিড় জমায় বামপন্থী নেতা কর্মীরাও। রাহুলের ভারত জোরো যাত্রা উপলক্ষ্যে ব্যানার ফেস্টুন পতাকায় সাজিয়ে তোলা হয় এলাকা। শিলিগুড়ির কর্মসূচি শেষ করে এদিন সন্ধ্যা ৬টা নাগাদ বাগডোগরায় পৌঁছায় রাহুলের কনভয়। সেই সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ। মঞ্চের পাশ দিয়ে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে চলে যান রাহুল। কিছুটা যেতেই রাহুলের কনভয় দাঁড়িয়ে যায় মঞ্চের খানিকটা পিছনে। এরপরই তিনি গাড়ি থেকে নেমে সোজা চলে আসেন মঞ্চে। মঞ্চে উঠেই তিনি আগত নেতা কর্মী সমর্থকদের ধন্যবাদ জানান তাঁকে স্বাগত জানানোর জন্য। মিনিট খানিক সময় কাটিয়ে সেখান থেকে বিদায় নিয়ে ফের তাঁর যাত্রা শুরু হয় চোপড়ার উদ্দেশ্যে। এদিন রাহুলকে দেখার জন্য বিহার মোড়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয়।

রাহুল বেরিয়ে যেতেই মঞ্চ উঠে নকশালবাড়ি ব্লক কংগ্রেসের সভাপতি অমিতাভ সরকার বলেন, এখানে এশিয়ান হাইওয়ে রয়েছে। প্রচুর মানুষের সমাগম হয়েছে। এজন্য নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি রাহুলকে এখানে বেশি সময় থাকা নিরাপদ মনে করছেন না। তাই নিরাপত্তার কারণেই চলে যেতে হল রাহুলকে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
বীরপাড়া: আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় রবিবার সরহুল পুজো উপলক্ষে বসল গণবিবাহের আসর। সেই আসরে গাঁটছড়া বাঁধলেন ৫৯ জোড়া পাত্র-পাত্রী। বিয়ের আসরে উপস্থিত ছিলেন রাজ্যের আদিবাসী...

Prajwal Revanna | যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি! শুরু তদন্ত

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী (Former PM) দেবগৌড়ার (HD Deve Gowda) নাতি তথা জেডিএসের প্রার্থী প্রজ্জ্বল রেভান্নার (Prajwal Revanna) বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির...

Gang rape | ডেরা থেকে তুলে নিয়ে গিয়ে যাযাবর যুবতীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

0
কিশনগঞ্জঃ যাযাবর এক মহিলাকে তুলে গিয়ে একটি গাড়ির ভিতরে গণধর্ষণ! এই ঘটনায় নাম জড়িয়েছে চার যাযাবর যুবকের। ঘটনার চারঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।...

Gary Kirsten | বাবর আজমদের কোচের দায়িত্বে ভারতকে বিশ্বকাপ জেতানো কার্স্টেন

0
নয়াদিল্লি: ভারতকে বিশ্বকাপ জেতানো গ্যারি কার্স্টেনকে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি দলের কোচ করল পাকিস্তান। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পিসিবি গ্যারি কার্স্টেনকে সাদা বলের...

Raiganj | মালিকের লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার গাড়িচালক

0
রায়গঞ্জ: মালিকের ১ লক্ষ ২০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে এক কর্মচারীকে গ্রেপ্তার(Arrest) করল রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম গোপীনাথ দাস। পুলিশ সূত্রে জানা...

Most Popular