Monday, April 29, 2024
Homeরাজ্যদক্ষিণবঙ্গBjp | বিজেপির কর্মসূচিতে পতাকা হাতে যোগ তৃণমূল নেতার! দিলেন ভাষণও

Bjp | বিজেপির কর্মসূচিতে পতাকা হাতে যোগ তৃণমূল নেতার! দিলেন ভাষণও

আশিস মণ্ডল, সিউড়ি: বিজেপির (BJP) রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখলেন তৃণমূলের জেলা সম্পাদক অতনু চট্টোপাধ্যায়। শুনতে খানিকটা অবাক লাগলেও এমনটাই ঘটেছে বীরভূমের সাঁইথিয়ায়। এনিয়ে দলের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমনকি দলের দুই সাংগঠনিক জেলা সভাপতির ঠাণ্ডা লড়াই শুরু হয়েছে দলের অন্দরে। ক্ষোভের বহিঃপ্রকাশ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তৃণমূল (Tmc) নেতা অতনু চট্টোপাধ্যায়কে ‘গদ্দার’ বলে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন বিজেপির নেতা কর্মীরা। এমনকি গদ্দারকে যারা দলের সামনের সারিতে নিয়ে এসেছেন তারা দলের ক্ষতি করছেন বলেও কটাক্ষ করতে ছাড়েননি দলের একাংশ।

     ২০১৯ লোকসভা নির্বাচনে বোলপুর কেন্দ্রের বিজেপির প্রার্থীর নির্বাচনের দায়িত্বে ছিলেন বিজেপি জেলা সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায়। সেই সময় তাঁর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। দলের ঘরে বাইরে চাপের মধ্যে ছিলেন তিনি। সেই থেকে দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল তার। ২০২২ সালের ৩ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের বোলপুরের কার্যালয়ে গিয়ে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondol) হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপির সঙ্গ ত্যাগ করেছিলেন তিনি। তখন তিনি জানিয়েছিলেন,  এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে, এলাকার উন্নয়নের জন্য তাঁর এই সিদ্ধান্ত। এই লক্ষ্যেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তখন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা বলেছিলেন, ‘রাজনৈতিক অভিসন্ধির জন্যই তৃণমূল গেছেন। আমাদের দুর্ভাগ্য কাকের গায়ে ময়ূরের পালক লাগিয়েছিলাম, কাক কাকই থাকে।’

সেই অতনু চট্টোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের বীরভূম (Birbhum) জেলার সম্পাদক করা হয়। বিজেপির বিরুদ্ধে একের পর এক সভা করতে শুরু করেন তিনি। প্রত্যেক সভায় বিজেপির বিরুদ্ধে আক্রমনাত্মক ভাষণ দিতেন। সদ্য সমাপ্ত পুরসভা নির্বাচনে তিনি রামপুরহাট পুরসভার একাধিক ওয়ার্ডে ঘুরে বিজেপির বিরুদ্ধে সভা করেছিলেন। কিন্তু তৃণমূলে অতনুকে গুরুত্ব দিতেন না নেতাকর্মীরা। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়ে তিহার জেলে বন্দি হওয়ায় পর দলে আরও কোণঠাসা হয়ে পড়েছিলেন অতনু চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে ফের বিজেপিতে ঢোকার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু যেহেতু তিনি বোলপুর সাংগঠনিক জেলার লোক ফলে সেই সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল ওরফে অষ্টম তাকে দলে নিতে অস্বীকার করেন। তাই বোলপুর সাংগঠনিক সভাপতিকে গুরুত্ব না দিয়ে বীরভূমের সাংগঠনিক সভাপতির হাত ধরে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিলেন। শনিবার সাঁইথিয়ায় বিজেপির একটি রাস্তা অবরোধ ও অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে  সুযোগকে কাজে লাগিয়েছেন অতনু চট্টোপাধ্যায়। ওই কর্মসূচিতে যোগ দেওয়াই শুধু নয়, তাকে মাইক ধরে বক্তব্য রাখতেও দেখা যায়। এতেই দলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিজেপির কর্মসূচিতে মাইক ধরে থাকা অতনু চট্টোপাধ্যায়ের ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ উগড়ে দিতে শুরু করেন বিজেপির নেতা কর্মীরা। তাদের দাবি, অতনু চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তার পরে কি তিনি আবার বিজেপি দলে যোগ দিয়েছেন?  দলে যোগ না দিয়ে তিনি কোন অধিকারে বিজেপির জেলা নেতৃত্বের পাশে বসে বিজেপির কর্মসূচিতে মাইক্রোফোন ধরলেন। কেন তাকে সামনের সারিতে জায়গা দেওয়া হল? সমাজমাধ্যমে বিজেপি কর্মীরা লিখেছেন, চোরকে কেন দলে নিলেন বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি। কেউ কেউ অতনু চট্টোপাধ্যায়কে ধিক্কার জানানোর পাশাপাশি তাকে যারা দলে নেওয়ার চেষ্টা করছেন তাদেরও ধিক্কার জানিয়েছেন। এমনকি এই ঘটনার পর বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী বেশি মাথাচাড়া দিয়েছে। বিষয়টি নিয়ে বিজেপির পক্ষ থেকে রাজ্য নেতৃত্ব ও লোকসভা নির্বাচনে দলের পর্যবেক্ষককে লিখিতভাবে জানাতে চলেছে। এনিয়ে ধ্রুব সাহা বলেন, ‘উনি পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে আমাদের সঙ্গে রয়েছেন।’ কিন্তু যে সাংগঠনিক জেলার অধীনে রয়েছেন অতনু  বিজেপির সেই জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল ওরফে অষ্টম বলেন,  ‘উনি এখনও তৃণমূলে আছেন বলে আমি জানি। আমি ওনাকে দলে নিইনি। কিভাবে ওনাকে দলে নেওয়া হয়েছে সেটাও বলতে পারব না।’

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Shakib Khan is on the way to the third marriage

Shakib Khan | বাড়িতে অপু-বুবলীর প্রবেশ মানা, তৃতীয় বিয়ের পথে শাকিব খান!

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শাকিব খান(Shakib Khan)। বাংলাদেশের(Bangladesh) সিনেমা জগতের বড় নাম শাকিব খান। তাঁর অভিনীত সিনেমা যেমন চর্চার কেন্দ্রে থাকে, তেমনই তাঁর ব্যক্তিগত...

World’s Largest Airport | ৪০০টি গেট, ৫টি সমান্তরাল রানওয়ে! বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর তৈরি...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং আছে দুবাইয়ে (Dubai)। এবার বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দরও (World’s largest airport) তৈরি হবে এই দেশেই। রবিবার...

PM Narendra Modi | তৃতীয় দফা নির্বাচনের আগে ফের রাজ্যে আসছেন মোদি, তিন জায়গায়...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) দু’দফা মিটেছে। বাংলার ৪২ আসনের মধ্যে উত্তরবঙ্গের ৬ আসনে নির্বিঘ্নে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে।...

Sandeshkhali | সুপ্রিম কোর্টে ৩ মাস পিছিয়ে গেল সন্দেশখালি মামলার শুনানি  

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সোমবার সুপ্রিম কোর্টে সন্দেশখালি মামলার শুনানি পিছিওয়ে গেল তিন মাস। সন্দেশখালি মামলা সংক্রান্ত কিছু অতিরিক্ত তথ্য দিতে চেয়ে শীর্ষ আদালতে...

Kerala Heatwave | পুড়ছে কেরল, সানস্ট্রোকে ২ জনের মৃত্যু, তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের মতো পরিস্থিতি কেরলেও (Kerala Heatwave)। গরমে প্রাণ ওষ্ঠাগত অবস্থা। আগামী পাঁচদিন কেরলের ১২টি জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে...

Most Popular