Friday, May 17, 2024
HomeExclusiveRahul Gandhi | রাজীবের হাটে আসুন রাহুল, দাবি পলাশবাড়ির

Rahul Gandhi | রাজীবের হাটে আসুন রাহুল, দাবি পলাশবাড়ির

সেই সময় থেকেই এখানকার গ্রামীণ বাজারের নাম হয় রাজীব গান্ধির হাট। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে ছোট্ট জনপদের বাসিন্দারা অনুরোধ জানিয়েছিলেন শিলতোর্ষায় একটা পাকা সেতু করে দেওয়ার জন্য।

সুভাষ বর্মন, পলাশবাড়ি: ৩৬ বছর পর বাবার আসা মাঠটায় কি পা রাখবেন ছেলে? সময়টা ১৯৮৭। পলাশবাড়ির শিলতোর্ষা নদীর ধারে ঘাটপাড়ে কদম বাগানে হঠাৎ এসে দাঁড়িয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি। সেই সময় থেকেই এখানকার গ্রামীণ বাজারের নাম হয় রাজীব গান্ধির হাট। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে ছোট্ট জনপদের বাসিন্দারা অনুরোধ জানিয়েছিলেন শিলতোর্ষায় একটা পাকা সেতু করে দেওয়ার জন্য। বৃহস্পতিবার ফালাকাটায় আসছেন রাহুল গান্ধি। স্থানীয়দের দাবি, রাহুলও এই পথে একবার আসুন।

যদিও রাগার রুট (Route) বদলের সম্ভাবনা নেই বলে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে। কংগ্রেসের আলিপুরদুয়ার (Alipurduar) জেলা কমিটির কার্যনির্বাহী সভাপতি শান্তনু দেবনাথের কথায়, ‘পলাশবাড়ির এই আবেগকে সম্মান জানাচ্ছি।  কিন্তু এখন কোনওভাবেই রুট বদল হচ্ছে না। পুণ্ডিবাড়ি, ঘোকসাডাঙ্গা হয়েই রাহুল ফালাকাটায় পৌঁছোবেন।’

পলাশবাড়ির মানুষ অবশ্য চাইছেন, রুট বদল হোক রাগার। মঙ্গলবার দলীয় কার্যালয়ের সামনে দলের জেলা কমিটির সদস্য মণীন্দ্রনাথ সরকার, পূর্ব কাঁঠালবাড়ি অঞ্চল সভাপতি রাজেন্দ্র নার্জিনারিকে অনেকেই রাজীবের আসার কথা স্মরণ করিয়ে দেন।

বছর ৭৮-এর মণীন্দ্রনাথ দিব্যি মনে করতে পারেন, ‘রাজীব গান্ধি সস্ত্রীক ঘাটপাড়ে এসেছিলেন। হঠাৎই গাড়ি ঘুরিয়ে চলে এসেছিলেন এই রাস্তায়। রাজীব-পুত্রের যাত্রাও যেন এই রুটে হয়, আমরা দলের উপরমহলে সেই আবেদন জানিয়েছি।’

স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষক নবীনচন্দ্র বর্মনের কথায়, ‘আমি তখন সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীকে দেখতে গিয়েছিলাম। তাঁর স্মরণে এখনও রাজীব গান্ধি হাট চলছে। তাই রাহুলও যদি এই পথে আসেন তাহলে আমরা ভীষণ খুশি হতাম।’ স্থানীয় ব্যবসায়ী রতন ঘোষ বলেন, ‘রাজীব গান্ধি আমার মাথায় হাত বুলিয়েছিলেন। ছোট ছিলাম তখন। তবু সেই কথা মনে আছে।’

পরবর্তীতে শিলতোর্ষায় পাকা সেতুর উদ্যোগ নেয় রাজ্য সরকার। ২০০২ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পাকা সেতুর উদ্বোধন করেছিলেন।

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

weather update in west bengal

Weather Report | তীব্র তাপপ্রবাহে বাড়ছে অস্বস্তি, সোমেই হাওয়া বদল বঙ্গে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের তীব্র গরমে পুড়ছে রাজ্যবাসী। শনি ও রবিবার উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের ছয় জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি। উত্তরবঙ্গের পাহাড়ি...

Sex Worker | ঘরের বৌকে যৌনকর্মী হতে চাপ! কাঠগড়ায় স্বামী-শাশুড়ি

0
শিলিগুড়ি: সন্তান জন্মের পর থেকেই বাড়ির বৌকে যৌন ব্যবসায় নামানোর জন্য চাপ দিচ্ছেন খোদ স্বামী ও শাশুড়ি। আর এই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে...

Siliguri | গৃহবধূকে দুই মেয়ে সহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে

0
শিলিগুড়ি: স্বামীর মৃত্যুর পর থেকেই গৃহবধূকে অত্যাচারের অভিযোগ শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। দুই কন্যা সন্তান সহ তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল...

Manikchak | তৃণমূল অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ, কাঠগড়ায় কংগ্রেস

0
মানিকচক: তৃণমূল (TMC) অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল কংগ্রেসের (Congress) বিরুদ্ধে। মালদার মানিকচকের (Manikchak) গোপালপুরের ঘটনা। জানা গিয়েছে, দলীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন...

Mamata Banerjee | সিপিএমের সঙ্গে নন্দীগ্রামে গণহত্যা ঘটিয়েছিলেন শুভেন্দু-শিশির! নাম না করেই বিস্ফোরক ইঙ্গিত...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নন্দীগ্রাম গণহত্যা নিয়ে ফের বিস্ফোরক মমতা। এবার নাম না করে নন্দীগ্রাম গণহত্যার দায় চাপালেন অধিকারী পরিবারের উপরে। বৃহস্পতিবার পূর্ব...

Most Popular