উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জিপ চালকের ভূমিকায় বিহারের প্রাক্তন (Former) উপমুখ্যমন্ত্রী (Deputy Chief Minister) তেজস্বী যাদব। পাশে রাহুল গান্ধি। শুক্রবার ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় এমনই দৃশ্য দেখা গেল বিহারের সাসারামে (Sasaram)। বিহারে এই যাত্রা সম্পন্ন করে আজই এই যাত্রা উত্তরপ্রদেশে প্রবেশ করার কথা রয়েছে।
সূত্রের খবর, শুক্রবার উত্তরপ্রদেশ সংলগ্ন কৈমুরের দুর্গাবতী ব্লকে একটি জনসভা (Public Meeting) করবেন তেজস্বী যাদব। সেই জনসভায় একই মঞ্চে থাকবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। বিহারের মুখ্যমন্ত্রী (Chief Minister) নীতীশ কুমার ‘ইন্ডিয়া’ জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর এই প্রথম আরজেডি নেতাকে (RJD Leader) রাহুল গান্ধির সাথে মঞ্চ ভাগ করতে দেখা যাবে। তেজস্বী যাদব এদিন তাঁর এক্স হ্যান্ডেলে রাহুলের সঙ্গে ছবি পোস্ট (Post) করে লেখেন, “বিহারের সাসারাম থেকে আজ সকালে রাহুল গান্ধির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র (Bharat Jodo Nyay Yatra) সূচনা হল।” কংগ্রেসের শীর্ষ নেতা জয়রাম রমেশ এদিন বলেন, “আজ ভারত জোড়ো ন্যায় যাত্রার ৩৪ তম দিন। রাহুল আজ রোহতাসে দুপুর আড়াইটার দিকে কৃষক নেতাদের সাথে সাক্ষাৎ করবেন। এরপর তেজস্বী ও রাহুল কৈমুরে একটি জনসভায় ভাষণ দেবেন বিকেল ৫টার সময়। তারপর ভারত জোড়ো ন্যায় যাত্রা উত্তরপ্রদেশে প্রবেশ করবে।” বৃহস্পতিবার এই যাত্রা বিহারের ঔরঙ্গাবাদে পৌঁছায়। সেখানে রাহুল গান্ধি নির্বাচনি বন্ডগুলিকে বাতিল করার রায়ের বিষয়ে সুপ্রিম কোর্টের প্রশংসা করেন। সেই সঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে ক্ষমতায় এলে দেশজুড়ে একটি আর্থিক সমীক্ষা চালানোর প্রতিশ্রুতিও এদিন দেন তিনি।