Thursday, May 2, 2024
HomeMust-Read Newsপরিকাঠামো উন্নয়নের বরাদ্দে স্বাগত, তবে রাজ্যের পুজো অনুদান নিচ্ছে না রামকৃষ্ণ মিশন

পরিকাঠামো উন্নয়নের বরাদ্দে স্বাগত, তবে রাজ্যের পুজো অনুদান নিচ্ছে না রামকৃষ্ণ মিশন

মিঠুন ভট্টাচার্য, শিলিগুড়ি: অনুদান নয়, পরিকাঠামো উন্নয়নে নজর রামকৃষ্ণ মিশনের। তাই রাজ্য সরকারের দেওয়া দুর্গাপুজোর অনুদান নিচ্ছে না মিশন। নিজ খরচেই এবার পুজোর আয়োজন হচ্ছে মিশন পরিচালিত সাহুডাঙ্গি আশ্রমে।

গত বছরের ২৭ নভেম্বর এই আশ্রটিকে রামকৃষ্ণ মিশন অধিগ্রহণ করে। ফলে এবারই প্রথম মিশনের তরফে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে এই আশ্রমে। মিশনের বক্তব্য, আশ্রমের পরিকাঠামো উন্নয়নে যদি রাজ্য সরকার অর্থ বরাদ্দ করে, তবে তা সাদরে গ্রহণ করা হবে। মিশনের পক্ষে স্বামী নরেশানন্দ মহারাজের বক্তব্য, মিশনের বহু ভক্ত ও শুভচিন্তক রয়েছেন। এখানকার খরচের হিসেবে তাঁদের দেওয়া অর্থে মায়ের পুজো হয়ে যাওয়ার কথা। সেই কারণেই সরকারি অনুদানের টাকা পুজোয় ব্যবহার করতে চান না তাঁরা। বরং সরকারিভাবে এখানকার কিছু পরিকাঠামোগত উন্নয়ন করে দেওয়া হলে ভালো হয় বলে জানিয়েছেন তিনি।

ক্লাব ও সংস্থাগুলির পাশাপাশি আশ্রমের পুজোতেও আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে পুজোর জন্য ৭০ হাজার টাকা পেতে গেলে কিছু নিয়ম-নীতি পালন করতে হয়। যা মিশনের পক্ষে সবটা মেনে চলা সম্ভব নয়। সেই কারণে মিশন চায় এই অনুদানের অর্থে রাজ্য সরকার সমাজের উন্নয়নমূলক কাজ করুক। বর্তমানে মিশনের দক্ষিণ সীমান্তে সাহুডাঙ্গি হাট পি কে রায় হাইস্কুলের বিপরীতে প্রায় ১৫০-২০০ মিটার দেওয়াল ভেঙে পড়েছে। ফলে আশ্রমের নিরাপত্তায় বিঘ্ন ঘটেছে। এছাড়াও মিশনের ভেতরের একটি রাস্তার মেরামতির প্রযোজন রয়েছে।

এই প্রসঙ্গে শিলিগুড়ির বাসিন্দা ও আশ্রম অনুরাগী সুজিত বসাক বলেন, ‘আশ্রমের ভেতরের একটি রাস্তা এর আগেও শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ করে দিয়েছিল। পুনরায় রাস্তাটির সংস্কারের প্রয়োজন হওয়ায় কর্তৃপক্ষের কাছে সংস্কারের আবেদন করা হয়েছে।’ এই প্রসঙ্গে কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, ‘আমি নিজে বিষয়টি দেখে এসেছি। ওপরমহলে আবেদন পাঠানো হয়েছে। এখনও অনুমোদন পাওয়া যায়নি।’

বহু বছর আগে থেকে এই আশ্রমে দুর্গাপুজো হয়ে আসছে। সেই পরম্পরা বজায় রেখে মিশন এবারও পুজোর আয়োজন করেছে। যা নিয়ে স্থানীয় এলাকায় পুজোর দিনগুলিতে বাড়তি উন্মাদনা থাকে। আশ্রমে আসেন বহু মানুষ। বর্তমানে মিশন পরিচালিত একটি শিক্ষাকেন্দ্রের শিক্ষক ও বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শশিকান্ত বর্মন বলেন, ‘খুব কম বয়স থেকে এই আশ্রমের সঙ্গে জড়িয়ে আছি। বর্তমানে সব কিছুর দায়িত্বে রয়েছে রামকৃষ্ণ মিশন, তাতে মানুষের উৎসাহ কমবে না বলেই মনে করছি।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Jalpaiguri | পুত্র সন্তানের জন্য বিয়ে করা স্ত্রীকে খুন! অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের দাবিতে অবরোধ

0
জলপাইগুড়ি: পুত্র সন্তানের জন্য বিয়ে করা দ্বিতীয় পক্ষের স্ত্রীকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠেছিল স্বামীর বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি (Jalpaiguri) সদর ব্লকের...

Sushmili Acharya| ১২-১৪ ঘণ্টা শুটিং করে পড়াশোনা, মাধ্যমিকে কত নম্বর পেল ‘রামপ্রসাদ’ খ্যাত সুস্মিলি?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলা টেলিভিশনের ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে স্ত্রী সর্বাণীর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন সুস্মিলি আচার্য (Sushmili Acharya)। এবছর মাধ্যমিক...

Amla Benefits | কোন ৫ কারণে গরমেও নিয়ম করে খাবেন আমলকি?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতকালে রোগবালাই থেকে দূরে থাকতে আমলকির জুড়ি মেলা ভার। তবে শুধু শীতকাল নয়, গরমেও সমান উপকারী আমলকি। গরমেও শারীরিক সমস্যার...
madhyamik is not final, there is more to go said Chandrachur sen

Madhyamik Result | ‘মাধ্যমিকই চূড়ান্ত নয়, আরও পথচলা বাকি’, জানালো রাজ্যের সেরা চন্দ্রচূড়

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সকালে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল(Madhyamik Result)। এবার রাজ্যে সেরার সেরা শিরোপা পেয়েছে কোচবিহারের ছেলে চন্দ্রচূড় সেন(Chandrachur Sen)। কোচবিহার রেলঘুমটি...

Madhyamik 1st Boy | নজরকাড়া সাফল্যে গৃহশিক্ষকই ভরসা! কী জানাল মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড়

0
কোচবিহার: রাজ্যে মাধ্যমিকে (Madhyamik-result-2024) প্রথম কোচবিহারের (Coochbehar) চন্দ্রচূড় সেন (Chandrachur Sen)। তার এই নজরকাড়া সাফল্যের পেছনে কার ভূমিকা সবচেয়ে বেশি? জানাল চন্দ্রচূড়। তার কথায়,...

Most Popular