Monday, May 6, 2024
Homeজাতীয়Ramdev | ফের সংবাদপত্রের বিজ্ঞাপনে ক্ষমাপ্রার্থনা রামদেবের, সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পরই পদক্ষেপ

Ramdev | ফের সংবাদপত্রের বিজ্ঞাপনে ক্ষমাপ্রার্থনা রামদেবের, সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পরই পদক্ষেপ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবারের পর ফের বুধবার সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে ক্ষমা চাইলেন রামদেব (Ramdev)। পতঞ্জলির (Patanjali) বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় বারবার সুপ্রিম কোর্টের (Supreme Court) ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে যোগগুরুকে। মঙ্গলবার সংবাদপত্রে ক্ষমা চাইলেও সেই বিজ্ঞাপনের আকার ছোট হওয়ায় শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় পতঞ্জলিকে। তারপরই তড়িঘড়ি করে বুধবার ফের সংবাদপত্রে বড় আকারের ক্ষমাপ্রার্থনা (Apology) প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার শীর্ষ আদালত রামদেবের ক্ষমাপ্রার্থনা নাকচ করে সাফ জানিয়ে দেয় ক্ষমা চাওয়ার ভঙ্গিমা মোটেই আন্তরিক ছিল না। পাশাপাশি বিচারপতি হিমা কোহলি বলেন, ‘রামদেবের ক্ষমাপ্রার্থনার বিজ্ঞাপনটি কি সঠিক ভাবে ছাপানো হয়েছিল? সংবাদপত্রে নিজেদের বিজ্ঞাপন যেভাবে পাতা জুড়ে ছাপাতেন, সেই আকারেই কি ক্ষমাপত্রও ছাপানো হয়েছে? সেই সময় রামদেবের আইনজীবী জানান, মোট ১০ লক্ষ টাকা ব্যয় করে দেশের মোট ৬৭টি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে ক্ষমা চেয়েছেন যোগগুরু। এপ্রসঙ্গে বিচারপতি জানিয়ে দেন, যত টাকাই ব্যয় হয়ে থাকুক না কেন, সেই নিয়ে কোর্টের কোনও মাথাব্যাথা নেই। এবার তাই নতুন করে সংবাদপত্রে বড় আকারের বিজ্ঞাপন ছাপিয়েছে পতঞ্জলি।

নতুন বিজ্ঞাপনটিতে লেখা হয়েছে, ‘২০২৩ সালের ২২ নভেম্বর সাংবাদিক সম্মেলন করার জন্য আমরা নিঃশর্ত ক্ষমা চাইছি। বিজ্ঞাপন প্রকাশের সময় আমাদের যে ভুল হয়েছে সেজন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। এই ধরনের ভুলের পুনরাবৃত্তি আর হবে না, এটাই আমাদের আন্তরিক অঙ্গীকার। আমরা আন্তরিকতার সঙ্গে মাননীয় আদালতের নির্দেশ মেনে চলার অঙ্গীকার করছি।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Amethi | আমেঠিতে কংগ্রেসের পার্টি অফিসে দুষ্কৃতী হামলা, ভাঙচুর একাধিক গাড়ি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের আগে আমেঠিতে (Amethi) কংগ্রেসের পার্টি অফিসে (Congress party office) হামলা চালাল কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। অফিসে হামলা চালানোর পাশাপাশি...

Sandeshkhali | সন্দেশখালিতে ফের সিবিআই, কোন ঘটনার তদন্তে শাহজাহানের ডেরায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দুদিন আগেই বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। ভাইরাল ভিডিওটিকে...

T20 World Cup 2024 | টি-২০ বিশ্বকাপের আগে চিন্তা বাড়ল আয়োজকদের, হামলার হুঁশিয়ারি পাক...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) দেখার জন্য মুখিয়ে আছে গোটা বিশ্ব। হাতে আর এক মাসও নেই বিশ্বকাপ শুরু হতে।...

পিডব্লিউডি মোড়ের কাছে অর্ধসমাপ্ত কাজ, জলমগ্ন হওয়ার শঙ্কা শক্তিগড়-অশোকনগর

0
সাগর বাগচী, শিলিগুড়ি: চলতি বছর বর্ষাতেও শক্তিগড় এবং অশোকনগর জলমগ্ন হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। এই আশঙ্কার মূল কারণ, ৩১ নম্বর ওয়ার্ডের পিডব্লিউডি...
Family of gang rape victim under jawans surveillance for 4 years in Hathors

হাথরসে ৪ বছর ধরে গৃহবন্দি গণধর্ষিতার পরিবার, নিরাপত্তার দায়িত্বে জওয়ানরা

0
 রূপায়ণ ভট্টাচার্য, হাথরস: কথা বলার সময় উপরের নিম গাছ থেকে ক্রমাগত মাথায় পড়ে চলেছে নিম ফুল। মাথার চুলে লেগে থাকে ফুলগুলো। বক্তা জানতেও পারছেন...

Most Popular