উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অন্তর্গত ভারতে অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে চলেছে রাশিয়া। এমনটাই জানিয়েছেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। গত সোমবার পাঁচদিনের রাশিয়া সফরে মস্কো পৌঁছান বিদেশমন্ত্রী এস জয়শংকর। বুধবার বৈঠক করেন রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে। দেশের এক যোগে অস্ত্র উৎপাদন, প্রযুক্তির উন্নয়ন সহ একাধিক বিষয় তাঁদের মধ্যে আলোচনা হয়।
রুশ সংবাদসংস্থা সূত্রে খবর, এই বৈঠকের পরই লাভরভ সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন, এবার ভারতে অস্ত্র তৈরি করবে রাশিয়া। সেই পদক্ষেপেরও দ্রুত অগ্রগতি হচ্ছে। শীঘ্রই নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডর প্রকল্প বাস্তবায়িত হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, এর আগে বেশ কয়েকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই প্রকল্পের প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।