সোমবার, ১৭ মার্চ, ২০২৫

Red panda | নেদারল্যান্ডস থেকে দার্জিলিংয়ে আসছে দুটি রেড পান্ডা

শেষ আপডেট:

রাহুল মজুমদার, শিলিগুড়ি: ক্যাপটিভ ব্রিডিং প্রক্রিয়া স্বাভাবিক রাখতে নেদারল্যান্ডস (netherland) থেকে দার্জিলিং চিড়ায়াখানায় (Darjeeling zoo) আসছে দুটি পুরুষ রেড পান্ডা (Red panda)। সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই চলে আসবে নতুন দুই অতিথি। ইতিমধ্যে ওই দেশের দিয়েরেন পার্ক আমের্সফুর্ট এবং রটারডাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। নতুন দুই সদস্য এলে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্কে (Darjeeling padmaja naidu himalayan zoo) রেড পান্ডার সংখ্যা হবে ২৪। পার্কের ডিরেক্টর বাসবরাজ হোলেইচির বক্তব্য, ‘দুটি রেড পান্ডা আনার প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। রেড পান্ডাদের মধ্যে জেনেটিক বদলের জন্যই এমন সিদ্ধান্ত।’

দার্জিলিং চিড়িয়াখানার অন্তর্গত তোপকেদাড়া প্রজননকেন্দ্রে রেড পান্ডার কৃত্রিম প্রজনন আগে থেকেই হয়। এই মুহূর্তে ওই প্রজননকেন্দ্রে পাঁচটি রেড পান্ডা রয়েছে। তার মধ্যে একটি পুরুষ এবং চারটি স্ত্রী রেড পান্ডা রয়েছে। অন্যদিকে, দার্জিলিং চিড়িয়াখানায় রয়েছে ২২টি রেড পান্ডা। এই ২২টির মধ্যে ৮টি পুরুষ এবং ১৪টি স্ত্রী রেড পান্ডা রয়েছে। কিছুদিন আগে স্বাভাবিক প্রজননের জন্যে সিঙ্গালিলা জাতীয় উদ্যানে তিনটি স্ত্রী রেড পান্ডা ছাড়া হয়েছিল। স্বাভাবিক প্রজনন হওয়ার দরুন বর্তমানে ওই জাতীয় উদ্যানে রেডপান্ডার সংখ্যা দাঁড়িয়েছে ১০। তিনটি শাবকের জন্ম দিয়েছিল ওই স্ত্রী রেড পান্ডাগুলি। বর্তমানে রেড পান্ডার জেনেটিক বদল আনার চিন্তাভাবনা করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সেইজন্যই নেদারল্যান্ডস থেকে দুটি পুরুষ রেড পান্ডা আনা হবে।

বন দপ্তর (Forest department) সূত্রেই খবর, ২০২১ সালে জন্ম নেওয়া ওই রেড পান্ডাগুলির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এই দুটি রেড পান্ডাকে নিয়ে আসার পর মাসখানেক কোয়ারান্টিনে রাখা হবে। এরপর এদের প্রজননের জন্যে তোপকেদাড়ায় নিয়ে যাওয়া হবে। নতুন শাবক জন্মালে সেগুলিকে সিঙ্গালিলা জাতীয় উদ্যানে ছাড়া হবে। অন্যদিকে, সাইবেরিয়া থেকে কিছুদিন আগে দুটি বাঘা নিয়ে আসা হয়েছে দার্জিলিং চিড়িয়াখানায়। ১০ তারিখ থেকে ওই বাঘ দুটিকে জনসমক্ষে আনা হবে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Darjeeling | সাদা গায়ে কালো ডোরাকাটা দাগ! দার্জিলিং চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ আকাশ ও নাগমণি

দার্জিলিং: আকাশ এবং নাগমণি, দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল...

Balurghat | ফের জয়েন্ট বিডিও-র পরিচয় দিয়ে চাকরির টোপ, প্রতারণার শিকার বোল্লার যুবক   

বালুরঘাট: ফের বালুরঘাট ব্লকের জয়েন্ট বিডিও-র নামে প্রতারণার অভিযোগ।...

Tapan | সাধুকে আটকে রেখে শ্মশানের পাম্পমেশিন নিয়ে পালাল দুষ্কৃতীরা! বিক্ষোভে পথ অবরোধ গ্রামবাসীর

তপন: শ্মশানের কাজের দেখভালের দায়িত্বে থাকা এক সাধুকে আটকে...

Elephant attack | সীমান্ত পেরিয়ে ভুট্টাখেত তছনছ করল নেপালের হাতি, বড়সড়ো ক্ষতি চাষিদের  

কিশনগঞ্জ: জমিতে ফলেছে ভুট্টা। আর এই ভুট্টার লোভেই নেপালের...